দিল্লির অধিকারেই রয়েছে বাঁ হাতি ব্যাটার হিসেবে সর্বাধিক রানের রেকর্ড, নেপথ্যে পন্থ

Odd বাংলা ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারতের জার্সিতে তিনি যখন মাঠে নেমেছেন, বিপক্ষ বোলারদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছেন। শ্রীলংকার বিরুদ্ধে ব্যাট হাতে আগুনে মেজাজে ছিলেন ঋষভ পন্থ। টেস্ট এবং একদিনের ম্যাচে ঝড় বইয়ে দিয়েছেন। কপিল দেবের রেকর্ড ভেঙেছেন টেস্ট ক্রিকেটে ২৮ বলে অর্ধশতরান করে। কিংবদন্তি সুনীল গাভাসকার থেকে কোচ রাহুল দ্রাবিড়, এমনকি স্বয়ং সচিন তেন্ডুলকর পর্যন্ত ঋষভকে দেখে মুগ্ধ। ইরফান পাঠান তো বলেই দিয়েছেন আগামী দিনে উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড সুরক্ষিত নয়। এবার টিম ইন্ডিয়ার সংসার ছেড়ে আইপিএলের সংসারে প্রবেশের সময়। ঋষভ পন্থ আবার দিল্লির অধিনায়ক। গতবার শ্রেয়স আইয়ার চোট পাওয়ার পর তার ওপর দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। যতটুকু অধিনায়ক হিসেবে কাজ চালিয়েছেন, ইঙ্গিত পাওয়া গিয়েছে তার বুদ্ধি আছে।

একটা সময় তো তাকে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছিলেন সুনীল গাভাসকার। দিল্লি ক্যাপিটালস দলের প্রাক্টিসে নেটে দুরন্ত ছন্দে পাওয়া গেল ঋষভ পন্থকে। পেসার, স্পিনারদের বিরুদ্ধে চেনা মেজাজে বল মাঠের বাইরে পাঠালেন। কাট, পুল, ড্রাইভ, হুক, প্যাডল সুইপ বিভিন্ন রকম শট খেলতে দেখা গেল তাঁকে। দিল্লি ক্যাপিটালস দলে এবার এসেছেন ডেভিড ওয়ার্নার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.