স্বাধীনতার ৭৫, বন্দিদের মুক্তি দেবে মোদী সরকার, জানেন কারা সেই 'সৌভাগ্যবান'

ODD বাংলা ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর। আজাদি কি অমৃত মহোৎসব। আর তারই অঙ্গ হিসাবে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে কিছু ক্যাটাগরির বন্দিদের এই উৎসবের অঙ্গ হিসাবে মুক্তি দেওয়া হবে। তিনটি পর্যায়ে তাদের মুক্তি দেওয়া হবে। ১৫ই অগস্ট, ২৬শে জানুয়ারি ২০২৩ ও ১৫ই অগস্ট ২০২৩ এই তিনটি পর্যায়ে তাদের মুক্তি দেওয়া হবে। তবে এক্ষেত্রে সংশোধনাগারের মধ্যে কোন বন্দিরা কতটা শৃঙ্খলিত জীবন যাপন করেছেন, কতটা ভালো আচরণ করেছেন তার উপরেও তাদের মুক্তি নির্ভর করছে।

তবে ঘৃণ্যতম অপরাধ করেছেন এমন বন্দিদের মুক্তি এক্ষেত্রে দেওয়া হবে না। কোন কোন ক্ষেত্রে এই মুক্তি দেওয়া হবে?

১) ৫০ বছর বয়সী বা তার উপরে বয়স এমন মহিলা বন্দি যারা সাজার ৫০ শতাংশ খেটে ফেলেছেন।

২) রূপান্তরকামী বন্দি যারা ৫০ বছর বয়সী বা তার উপরে বয়স। যাদের ৫০ শতাংশ সাজা খেটে ফেলেছেন।

৩) ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষ বন্দি যারা সাজার ৫০ শতাংশ খেটে ফেলেছেন।

৪) ৭০ শতাংশ প্রতিবন্ধী যারা সাজার ৫০ শতাংশ খেটে ফেলেছেন।

৫) জরিমানা দিতে না পারার কারনে যারা এখনও জেলে বন্দি রয়েছেন।

৬) ১৮-২১ বছর বয়সের মধ্যে যারা অপরাধ করেছিলেন ও এখনও পর্যন্ত ৫০ শতাংশ সাজা খেটে ফেলেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.