বিকিনি পরে গাছ থেকে ফুল পাড়ছে উরফি, ‘এত লাফালে খুলে যাবে’ কটাক্ষ নেটিজেনদের



 ODD বাংলা ডেস্ক:  ট্রোলারদের উসকে দেওয়ার কোনো সুয়োগই ছাড়েন না উরফি জাভেদ। ‘বিগ বস ওটিটি’ দিয়ে তিনি লোকের নজরে আসেন। যদিও তার আগে বেশ কিছু মেগায় কাজ করেছিলেন। তবে বিগ বসের ঘর থেকে বেরিয়েই ধামাল করা শুরু করেন উরফি। 

কাটাছেড়া পোশাক, বিতর্কিত মন্তব্য নানাভাবে যেন খবরে থাকেন উরফি। এই এবার যেমন তাকে দেখা গেল বিকিনি পরে গাছ থেকে ফুল পাড়তে। ভিডিও দেখেই তো মুখ হাঁ হল নেট-নাগরিকদের।


লাফিয়ে লাফিয়ে গাছ থেকে ফুল পাড়লেন। তারপর সেই ফুল কানের পিছনে গুঁজে দিয়ে ছবির জন্য পোজ দিলেন। আর সবশেষে ক্যামেরার দিকে চুমু ছুঁড়ে দিয়েই হাওয়া! 


এ কেমন পোশাক, স্বভাবতই প্রশ্ন অনেকের মনে। বিকিনি পরে সমুদ্রের ধারে বা সুইমিং পুলে থাকা দেখতেই যারা অভ্যস্ত, তারা কাউকে এভাবে বাগানে ফুল পাড়তে দেখলে অবাক তো হবেই!


তাই তো উরফিকে ট্রোল করার কোনো সুযোগই ছাড়েনি সোশ্যাল মিডিয়া ব্যবহরাকারীরা। একজন লিখেছেন, এই মেয়েটা যে কী খায় কে জানে! কোথা থেকে এসব ভুলভাল ওর মাথায় আসে। আরেকজন লিখেছেন, গরমে জামা গায়ে রাখতে পারছে না বেচারা। আর সেই কমেন্টে আরেকজনের উত্তর, তাহলে আরও গরম পড়লে কী হবে! আরেকজন আবার লিখেছেন, এত লাফালে খুলে যাবে তো।


বিগ বসের ঘরে সেভাবে কিছু করতে না পরালেও ঘরের বাইরে পা রাখার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন। কখনো নিজের আত্মহত্যা করতে চাওয়ার প্রবণতা-অবসাদ নিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।


নিজের সাহসী অবতারের জন্য হামেশাই নীতি পুলিশদের রোষের মুখে পড়েন উরফি। ট্রোলরার রে রে করে উঠেন নায়িকার বোল্ড লুক দেখে। তাতে অবশ্য এতটুকুও বিচলিত নন উরফি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.