নিয়মিত জলের সঙ্গে মিশিয়ে খান হালকা মধু এবং তারপর দেখুন চমৎকার!
ODD বাংলা ডেস্ক: জলের অপর নাম ‘জীবন’। জল ছাড়া এক মুহূর্ত চলে না। অতি প্রয়োজনীয় এই জলের সঙ্গে প্রতিদিন অন্তত একবার করে মধু মিশিয়ে পান করতে পারলেও তা আমাদের শরীরের জন্য আরও ভালো। নিয়মিত জলের সঙ্গে মিশিয়ে খান হালকা মধু এবং তারপর দেখুন চমৎকার!
এমন অনেক রোগই আছে শুধুমাত্র জলের সঙ্গে মধু মিশিয়ে খেলেই যেগুলো নিরাময় করা সম্ভব। জেনে নিন সেগুলো কী কী:
১) রক্তচাপ স্বাভাবিক রাখে।
২) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
৩) শরীরের টক্সিন বের করে দেয়।
৪) ত্বক পরিষ্কার করে তোলে।
৫) ওজন কমাতে সাহায্য করে।
৬) গলা ব্যাথা কমায়।
৭) হার্টকে সুস্থ রাখে।
এতোসব গুণে তাই এখন থেকে চেষ্টা করুন প্রতিদিন সকালে একগ্লাস জলের সাথে এক চামচ মধু মিশিয়ে খাওয়া। এতে শরীর থাকবে সতেজ।রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটেঃ প্রতিদিন একটু উষ্ণ গরম জলের সাথে মধু মিশিয়ে খান। দেখবেন অনেক রোগের হাত থেকে কত সহজেই মুক্তি পাওয়া যাবে। মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এজেন্ট শরীরের ভিতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া বাঁচতে দেয় না। ফলে শরীরে কোনো রোগ হওয়ার সুযোগ অনেকাংশেই কমে যায়।
গলার ব্যাথা, জ্বর-সর্দির প্রকোপ কমেঃ হঠাৎ ঠান্ডা লেগে জ্বর-সর্দি, সাথে গলা ব্যথা! একটু উষ্ণ জলের সাথে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। নিমেষেই কমে যাবে এইসব সমস্যা।
Post a Comment