ব্রিটেনের সবচেয়ে কমবয়সী নানির তকমা এখন তার ঝুলিতে



 ODD বাংলা ডেস্ক: আজকালকার দিনে মেয়েরা সাধারণত ২৫ থেকে ৩০ বছর বয়সে সন্তানের জন্ম দেয়। অনেকেই এর চেয়েও বেশি বয়সে মাতৃত্বের অধিকারী হন। তবে সম্প্রতি এক ব্রিটিশ নারী ৩০ বছর বয়সেই মা নন, বরং নানি হয়েছেন। 

জানা যায়, ঐ নারীর নাম কেলি হিলি। তিনি ব্রিটেনে বসবাস করেন। ঐ নারীর কিশোরী কন্যার বর্তমানে স্কুলে যাওয়ার বয়স। এই বয়সেই কেলির কন্যা তার প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। ২০১৮ সালে নানি হয়ে ওঠা কেলি যখন তার ১৪ বছর বয়সী মেয়ের মা হওয়ার গল্প বলেছিলেন, তখন অনেকেই তা শুনে হতবাক হয়ে যান।


এক প্রতিবেদনে বলা হয়েছে, কেলির মেয়ের বয়স যখন মাত্র ১৪ বছর, তখন তিনি জানতে পারেন যে তিনি গর্ভবতী। যদিও কেলি কখনোই ভাবতে পারেননি যে তার মেয়ে এত কম বয়সে মা হবেন, তবে যখন তিনি এই বিষয়ে সবটা জানতে পারলেন, তখন তিনি সত্যকে স্বাভাবিক ভাবেই মেনে নিয়েছিলেন এবং তার মেয়েকে সমর্থন করেছিলেন।


কেলির মেয়ে স্কাই তার সঙ্গে থাকতেন না। তার মেয়ে ২০১৮ সাল পর্যন্ত তার বাবা এবং সৎ মায়ের সঙ্গে পশ্চিম লন্ডনের ক্রফোর্ডে থাকতেন। তার পরিবারের লোকজনই তাকে প্রথম মেয়ের গর্ভাবস্থার কথা জানিয়েছিলেন। পরে মেয়ে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে গেলে, আল্ট্রাসাউন্ড করার পর জানা যায় কেলির মেয়ে ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা।


এমতাবস্থায় চিকিৎসকরা গর্ভপাত করাতে রাজি হননি। স্কাই নিজেও যখন তার অনাগত সন্তানের হৃদস্পন্দন শুনতে পেয়েছিলেন, তখন তিনিও গর্ভপাতের মত পরিবর্তন করেন। তারপর স্কাই তার মায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে তার গর্ভধারণের কথা জানান।


কেলি যখন তার মেয়ের গর্ভাবস্থার কথা জানতে পেরেছিলেন, তখন প্রথম থেকেই অশান্তি না করে, বরং ধৈর্য্য সহকারে সিদ্ধান্ত নেন। মেয়েকে সব রকম ভাবে সমর্থনের জন্য এগিয়ে আসেন কেলি। এখন তার নাতির বয়স ৩ বছর এবং তিনি নানি হিসেবে খুব ভালো সময় কাটাচ্ছেন। 


তবে কেলি এখনই নানি হওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না, কারণ ব্রিটেন নিবাসী এই নারীর বর্তমান বয়স মাত্র ৩৩ বছর বলে দাবি করেছেন তিনি নিজেই। যদিও এই বয়সেই কেলি হিলি পাঁচ সন্তানের মা এবং তিন বছর বয়সী এক নাতি রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.