রূপচর্চায় লেবুর খোসার উপকার জেনে নিন

 


ODD বাংলা ডেস্ক: ত্বকের যত্নে লেবুর রসের পাশাপাশি লেবুর খোসাও বেশ উপকারী। ত্বকের বিভিন্ন জটিলতা সমাধানে কার্যকরী উপাদান হতে পারে লেবুর খোসা। কারণ এর খোসাতে রয়েছে নানা রকমের পুষ্টিকর উপাদান।


লেবুর খোসা ব্যবহারের রয়েছে নানা ধরণ। এটা গুঁড়ো করে অন্যান্য উপাদানের সঙ্গে ব্যবহার করলেও পাবেন দারুণ উপকার। মুখের ত্বকে ব্যবহারের ফলে ত্বক পাবে প্রয়োজনীয় ভিটামিন সি এবং ফাইবারসহ একাধিক উপকারী উপাদান। এটি আপনার ত্বককে করে ভেতর থেকে উজ্জ্বল ও সুন্দর।


মুখের ত্বকে লেবুর খোসা ফেসওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের ময়লা দূর হবে সহজেই। ব্যবহারের জন্য লেবুর খোসা ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিন।


ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও কালচে দাগ দূর করতে লেবুর খোসার গুঁড়ো, দুধ ও বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এসব উপাদান একসঙ্গে ত্বকে ব্যবহারের ফলে ত্বকের বলিরেখা দূর হয়।


এছাড়াও লেবুর খোসার গুঁড়ো, চন্দন গুঁড়ো, অ্যালোভেরা জেল মিশিয়ে নিন প্যাক তৈরি করুন। মিশ্রণটি সারা মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন। এই প্যাক আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করবে। সপ্তাহে অন্তত ৩ দিন ব্যবহারে দারুণ ফলাফল পাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.