নখ ভেঙে যাওয়া রোধে ‘হট অয়েল ম্যানিকিওর’



 ODD বাংলা ডেস্ক: হাতের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় সুন্দর নখ। আজকাল নখ বড় রাখা ফ্যাশনের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে ছেলেরা নয়, নখ বড় রাখেন নারীরা। বড় নখের যত্নেরও কোনো কমতি রাখেন না তারা। ফ্যাশন ছাড়াও অনেককে আবার কাজের খাতিরেই হয়তো নিজেকে আকর্ষণীয় দেখাতে হয়। তারই অংশ হিসেবে অনেকেই নখ বড় করতে চান।

তবে সমস্যা হলো, নখ বাড়াতে গেলেই ভেঙে যাচ্ছে এমন অভিযোগ থাকে অনেকেরই। এ সমস্যার সমাধানে দারুণ কার্যকরী গরম তেল।


নখ রুক্ষ হয়ে থাকলে বা সহজেই ভেঙে গেলে নখকে সুন্দর করে তোলার জন্য হট অয়েল ম্যানিকিওর দারুণ উপকারী। বাড়িতেই সহজে করতে পারেন এটি। নখ সুন্দর ও ভালো রাখতে খুবই সহজ ঘরোয়া উপায় এটি।


এই ম্যানিকিওরে গরম জলের পরিবর্তে ব্যবহার করা হয় গরম তেল। হট অয়েল ম্যানিকিওর করার সময় ক্যাস্টর অয়েল, সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল, টি ট্রি অয়েল এবং আমন্ড অয়েল সম পরিমাণে মিশিয়ে নেবেন। এই প্রত্যেকটি তেলের গুণই আপনার নখের প্রয়োজন।


গরম তেলে নখ ডুবিয়ে রাখলে নখের ডগায় ও নখের চারপাশে রক্ত সঞ্চালন ভালো হয়। এতে নখের চারপাশের পাতলা ত্বক নরম থাকবে, হাতে পড়বে না বয়সের ছাপ।


একটি পাত্রে সব রকমের তেল সমপরিমাণে নিয়ে গরম করে নেবেন। প্রথমে ৩০ সেকেন্ড গরম করুন। সেই মিশ্রণ যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাতে আঙুল ডুবিয়ে রাখুন। মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে আবার সামান্য গরম করে নিন। আরো একবার নখ ডুবিয়ে রাখুন। তারপর কব্জি পর্যন্ত সেই তেল ধীরে ধীরে মালিশ করুন। তেল ত্বকে মিশে গেলে গরম জলে তোয়ালে ভিজিয়ে ভালো করে হাত এবং আঙ্গুলগুলো মুছে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.