বাগধারার এই খয়ের খাঁ আসলে কে?



 ODD বাংলা ডেস্ক: খয়ের খাঁ- বাগধারাটির অর্থ চাটুকার বা তোষামোদকারী। তবে প্রশ্ন জাগতেই পারে, বাগধারার এই খয়ের খাঁ আসলে কে?

আরবি ‘খইর’ থেকে খয়ের শব্দটি এসেছে। এর অর্থ মঙ্গল বা কল্যাণ। আর ফারসি ‘খাহি’ থেকে খাঁই বা খাঁ শব্দটি এসেছে, যার অর্থ ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এককথায় ‘খয়ের খাঁ’ শব্দের অর্থ মঙ্গল ইচ্ছা পোষণকারী বা কল্যাণ কামনাকারী। কিছু মানুষ সব সময় ক্ষমতাবানদের কাছে থাকে এবং ভালো ভালো কথা বলে নিজের সুবিধা আদায়ের চেষ্টা করে। অন্যের তোষণকারী অথচ সুযোগসন্ধানী এসব ব্যক্তিকে বাগধারায় খয়ের খাঁ বা চামচা বলে।


ইংরেজরা এদেশে কিছু খয়ের খাঁ তৈরির উদ্দেশ্যে 'রায়বাহাদুর ', 'রায়সাহেব' ইত‍্যাদি উপাধি প্রদান করত। যাদেরকে সাধারণ মানুষ তোষামোদকারী হিসেবে গণ্য করত। এভাবেই খয়ের খাঁ কথাটি বাংলায় প্রতিষ্ঠা পায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.