বিস্ফোরক মন্তব্য নেইমারকে নিয়ে

 


ODD বাংলা ডেস্ক: পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ফ্রেঞ্চ সাংবাদিক ডানিয়েল রিওলা। অনুশীলনের ব্যাপারে খুবই নাকি খামখেয়ালি মনোভাব এ ফুটবলারের, একরকম মাতাল হয়েই অনুশীলন করতে আসেন তিনি।


দশ দিনের ব্যবধানে দুটি হার পিএসজির। ১০ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে থেকেও হারে তারা। যার কারণে টুর্নামেন্ট থেকেই বিদায় নিশ্চিত হয় মেসি বাহিনীর। রোববার (২০ মার্চ) ফরাসি জায়ান্টরা লিগ ওয়ানে হেরেছে মোনাকোর বিপক্ষে। ফলে পিএসজির তারকাদের নিয়ে সমোলোচনায় মত্ত ফুটবল মহল। নেইমার যেন সেখানে সবচেয়ে বড় সমালোচনার পাত্র। রিওলাও সমালোচনা করলেন তার।


আরএমসি স্পোর্তকে দেওয়া এই সাক্ষাৎকারে রিওলা বলেন, ‘সে অনুশীলনে তেমন আসে না। যদি আসে, তবে তার অবস্থা থাকে খুবই বাজে। প্রায় মাতাল অবস্থায় অনুশীলনে আসে ও। নেইমার এভাবেই তার প্রতিশোধটা নিচ্ছে পিএসজির বিপক্ষে।’


ব্যর্থতার জেরে নেইমার নাকি পাত্তাই পান না ক্লাব সমর্থকদের কাছ থেকে। এ সম্পর্কে রিওলা বলেন, ‘নেইমার কী ভাঁড়ামো করেছে, কিংবা নেটফ্লিক্সে কোনো প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে, তাতে পিএসজি ভক্তরা পাত্তাই দেয় না। সমর্থকরা বলে থাকে, নেইমারের চেকটা সই করে তাকে যেতে দেওয়া উচিত। সে ক্লাবের ক্ষতি করেছে, তাকে যেতে দেওয়া উচিত। সে পিএসজিকে ধ্বংস করে দিচ্ছে।’


এদিকে, নেইমারেরও ক্লাব ছাড়ার গুঞ্জন। ব্রাজিলিয়ান তারকাকে পেতে টাকার বস্তা নিয়ে অপেক্ষায় ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। গোল ডটকমের বরাতে জানা গেছে, ব্রাজিলিয়ান তারকা পার্ক দ্য প্রিন্সেসে সমর্থকদের সাপোর্ট পাচ্ছেন না। আর তাই যে কোনো সময় হয়তো তার বিদায়ঘণ্টা বেজে যেতে পারে। তবে নেইমারকে পেতে মরিয়া অনেক ক্লাবই। কিন্তু পিএসজি যদি নেইমারকে ছাড়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতে চায় তাহলে অনেক ক্লাবেরই হয়তো আক্ষেপে পুড়তে হবে। তবে এ ক্ষেত্রে বরং লাভই হবে নিউক্যাসল ইউনাইটেডের।


২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। দলবদল করে তিনি ভেঙে দিয়েছিলেন অতীতের সব রেকর্ড। সেই নেইমার এখনো পিএসজিকে ইউরোপ সেরার মুকুট এনে দিতে পারেননি। অথচ তাদের দলে আছে কিলিয়ান এমবাপ্পের মতো উদীয়মান ও গতি তারকা। লিওনেল মেসিও সেই তালিকায় যোগ হয়েছেন গত বছর। তবু এখন পর্যন্ত ফলাফল শূন্য।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.