সঙ্গীর সাথে সম্পর্ক দীর্ঘস্থায়ী করবেন যেভাবে
ODD বাংলা ডেস্ক: স্বামী-স্ত্রীর সম্পর্ক দৃঢ় বা মজবুত হবে এটা সবাই চায়। কিন্তু দুজনের মতের মিল না হওয়া বা নানা কারণে সমস্যা দেখা দেয়। এ থেকে অনেকসময় সম্পর্কে ফাটল ধরে। এজন্য দুজনেরই উচিত হবে কিছু বিষয় খেয়াল রাখা।
তাহলে মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি হলেও তা হবে সাময়িক।
ক্ষমাশীল:
ছোটখাট বিষয়ে ক্ষমা করার মানসিকতা থাকতে হবে। আপনি যদি আপনার সঙ্গীকে আসলেই কেয়ার করে থাকেন তাহলে তার ছোটখাট ভুল নিয়ে পড়ে থাকবেন না।
একসাথে কাজ করা:
একজন মানুষের ওপর সবকিছু চাপিয়ে দেবেন না। চেষ্টা করুন দুজন মিলে সব কাজ ভালোমত গুছিয়ে করা।
একগুঁয়ে ও জেদী মনোভাব না রাখা:
কোন বিষয় নিয়ে অহেতুক জেদ করবেন না। সমস্যা হলে দুজন খোলাখুলি আলোচনা করে সমাধানের চেষ্টা করুন।
পছন্দকে গুরুত্ব দেওয়া:
আপনার সঙ্গী কী পছন্দ করে, তার ইচ্ছা-অনিচ্ছা মাথায় রাখুন। তার অপছন্দের কাজগুলো এড়িয়ে চলুন।
ভুল না ধরা:
আপনাদের সম্পর্ক কোন ক্রিকেট ম্যাচ না যে কার কয়টা ভুল বা ঠিক তা কাউন্ট করবেন। দুজনের দুজনের ভুল ধরা বাদ দিয়ে ভালো অভ্যাসগুলো মনে করুন, একসাথে কাটানো ভালো সময়গুলো স্মৃতিচারণ করুন।
সাহস ও স্বাধীনতা:
একে অপরকে যেকোন কাজে সাহস, উৎসাহ দিন। সঙ্গীকে তার কাজে স্বাধীনতা দিন। তাকে নিজের মত চলাফেরা ও চিন্তাভাবনা করার সুযোগ দিন।
সমাধান করা:
যেকোন বিষয়ে সমালোচনা এড়িয়ে চলুন। একে অপরকে সমালোচনা করলে ধীরে ধীরে সম্পর্ক তিক্ত হতে থাকবে। এজন্য সমালোচনা বাদ দিয়ে সমাধানের দিকে এগিয়ে যান।
প্রশংসা করা:
মাঝেমধ্যেই আপনার সঙ্গীর প্রশংসা করুন, কাজে উৎসাহ যোগান। এতে করে কাজে আগ্রহী হয়ে উঠবে সে।
Post a Comment