দাম্পত্য জীবনে সুখি থাকতে যে কয়েকটি বিষয় এড়িয়ে চলবেন

 


ODD বাংলা ডেস্ক: দাম্পত্য জীবনে সুখি থাকতে সবাই চাই। সুখ-দুঃখ নিয়েই জীবন। দুটো হাড়ি একসাথে রাখলে যেমন ঠোকাঠুকি হবে তেমন একসাথে থাকলে গেলেও একটু মন কষাকষি হবে। তবে অনেক সময় কোন পক্ষই সমঝোতা করতে চায় না।


সেক্ষেত্রে কয়েকটি বিষয় একটু খেয়াল রাখলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

অবাস্তব আশা:


সঙ্গীর কাছে থেকে অনেক বেশি কিছু কখনো আশা করবেন না। কারণ এ বিষয়টি আপনার জন্য কিছু মনে না হলেও তার জন্য বোঝার কারণ হতে পারে। যেইটা স্বাভাবিক সব সময় তা নিয়েই চিন্তা করুন। এর বেশি যা পাবেন তা আপনার জন্য ভালো লাগার হবে।


নিয়ন্ত্রণ:


সঙ্গীকে সব সময় চোখে চোখে রাখা বা নিয়ন্ত্রণ করা তার ওপর খুব বাজে প্রভাব ফেলবে। এতে হিংসাত্মক একটা মনোভাব শুরু হবে। দুজন দুজনকে নির্দিষ্ট একটা জায়গা দিন।


সমালোচনা:


আপনার সঙ্গী সবসময় সমালোচনা শোনার জন্য প্রস্তুত নাও হতে পারে। এজন্য প্রশংসা করার অভ্যাস গড়ে তুলুন।


অধিকার খাটানো:


অতিরিক্ত অধিকার খাটলে বা হিংসা করলে সম্পর্কে তিক্ততা শুরু হতে পারে। দুজনের মধ্যে বিশ্বাস ঘাটতি হতে পারে। এজন্য অতিরিক্ত অধিকার দেখাতে যাবেন না।


দোষ দেওয়া:


একে অপরকে দোষ দিলে ভালো কিছু হওয়ার পরিবর্তে খারাপ হয়। এজন্য দোষ দেওয়ার পরিবর্তে সমাধানে আসুন।


নিজে সঠিক প্রতিষ্ঠা করা:


সব সময়ে আপনি ঠিক বা আপনার সিদ্ধান্ত সঠিক এ বিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন না। সঙ্গীর কথা শুনুন, তার মতামতকে গুরুত্ব দিন।


আঁকড়ে ধরে বসা থাকা:


এক বিষয় নিয়ে সারাজীবন পরে থাকবেন না। যে বিষয় চলে গেছে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করুন। নতুন করে শুরু করুন।  


সঙ্গীকে ওয়ালেট ভাবা:


সঙ্গীকে সব সময় ওয়ালেট বা পাঞ্চ মেশিন ভাববেন না। তার অনুভূতিকেও গুরুত্ব দিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.