ত্বকের কঠিন সমস্যার সহজ সমাধান চালের গুঁড়া
ODD বাংলা ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকেও দেখা দেয় বিভিন্ন সমস্যা। ত্বকের চামড়া কুঁচকে যাওয়া, ত্বকের জেল্লা হারিয়ে যাওয়া, ব্রণ ইত্যাদি সমস্যাগুলো খুব বেশি বেড়ে যেতে দেখা যায়। এসব নিয়ে চিন্তায় পড়ে যান রূপ সচেতন নারীরা।
তবে চিন্তার কিছু নেই। কারণ খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন আপনার ত্বকের জৌলুস। ঘরোয়া টোটকাতেই হবে সমস্যার সমাধান।
রূপচর্চায় ব্যবহার করুন চালের গুঁড়া। অবাক হচ্ছেন, মনে হচ্ছে প্রলাপ? একদমই নয়। চালের গুঁড়া দিয়ে তৈরি ফেস প্যাক ত্বকের নানা ধরনের সমস্যায় দারুণ উপকারী। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত-
ত্বকের জেল্লা ফেরাতে যেভাবে ব্যবহার করবেন
এই ফেসপ্যাকটি তৈরি করার জন্য ওটস, চালের আটা এবং মধু লাগবে। ওটস ত্বক থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করে। এক টেবিল-চামচ চালের গুঁড়া, এক চা-চামচ ওটস, এক চা-চামচ দুধ এবং এক চা-চামচ মধু একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন। আপনার সারা মুখে প্যাকটি লাগান। মিনিট দশেক রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
ব্রণ কমাতে যেভাবে ব্যবহার করবেন
চালের আটা ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে ব্রণের সমস্যা দূর করতে পারে। একটি পাত্রে তিন থেকে চার ফোঁটা ক্যাস্টর অয়েল, এক টেবিল-চামচ চালের গুঁড়া এবং গোলাপ জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট রাখুন। এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য এই ফেস প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করা যেতে পারে।
বলিরেখা দূর করতে যেভাবে ব্যবহার করবেন
এক টেবিল-চামচ চালের গুঁড়া এবং দু’টি ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে নিন। প্যাকটি মুখে লাগান। পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনি যদি বলিরেখা থেকে মুক্তি পেতে চান তবে এই ফেসপ্যাকটি অবশ্যই ব্যবহার করুন।
Post a Comment