কেজিএফ-টু: ট্রেইলারে যশ-সঞ্জয়ের বাজিমাত

 


ODD বাংলা ডেস্ক: যশ অভিনীত আলোচিত সিনেমা ‘কেজিএফ-চ্যাপটার টু’ বা ‘কেজিএফ-টু’। এ সিনেমার ট্রেইলার দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। অবশেষে মুক্তি পেলো এ সিনেমার ট্রেইলার। 

রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় এক্সেল মুভিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি। ২ মিনিট ৫৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে অ্যাকশন-ড্রামা ভরপুর। যাতে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত, যশ ও রাভিনা ট্যান্ডন। সঞ্জয় দত্তের সরব উপস্থিতি আর যশের ধুন্ধুমার অ্যাকশনে বিস্মিত নেটিজেনরা। ভক্তদের দাবি- সিনেমার সব রেকর্ড ভেঙে দিবে ‘কেজিএফ চ্যাপ্টার টু’।


এর আগে মুক্তি পায় সিনেমাটির টিজার। এটি প্রকাশের পর আইনি জটিলতায় পড়েছিল সিনেমাটি। টিজার নিয়ে আপত্তি তুলেছিল কর্ণাটকা হেল্থ ডিপার্টমেন্ট। কারণ এর একটি দৃশ্যে যশকে ধূমপান করতে দেখা যায়। কিন্তু নিচে কোনো সতর্কবাণী ব্যবহার করা হয়নি। হেল্থ ডিপার্টমেন্টের অভিযোগ, এই টিজারের ধূমপানের প্রচার করা হয়েছে।


‘কেজিএফ টু’ সিনেমায় যশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, প্রকাশ রাজ, মালবিকা, রাও রমেশ প্রমুখ। সিনেমাটি গত বছর অক্টোবরে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমা আগামী ১৪ এপ্রিল মুক্তির কথা রয়েছে।


উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’। দর্শক-সমালোকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে। বেশ কয়েকটি রেকর্ডও গড়ে এটি। প্রথম কন্নড় ভাষার সিনেমা হিসেবে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অর্জন করে এটি। এই সিনেমার মাধ্যমে বিশেষ তারকা খ্যাতি পান অভিনেতা যশ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.