যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, সমবেদনা জানাতে কাফের মেনু থেকে বাদ পড়ল রাশিয়ান স্যালাড
ODD বাংলা ডেস্ক: রুশ আগ্রাসনের মুখে পড়ে দেশ ছেড়েছে প্রায় ১৫ লক্ষের বেশি ইউক্রেনিয়ান। যুদ্ধে নিহত হয়েছেন নিরীহ সাধারণ মানুষ।এসবের মধ্যেই কেরালার এক রেস্তোরাঁ মেনুকার্ড থেকে বাদ দিয়েছে রাশিয়ান স্যালাড। রাশিয়ার আগ্রাসনের রুপ দেখে এই সিদ্ধান্ত জানানো হয়েছে রেস্তোরাঁর তরফে।
কেরালার এক কাফে কাম রেস্তোরাঁ ইউক্রেনের প্রতি সমবেদনা জানিয়ে রাশিয়ান স্যালাডকে মেনু থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের পর সারা বিশ্বের অনেকগুলো দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। ফোর্ট কোচির কাশী আর্ট ক্যাফে অ্যান্ড গ্যালারি তাদের মেনু থেকে রাশিয়ান স্যালাড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এর মাধ্যমে তারা যুদ্ধের বিরোধিতা করেছে।ক্যাফের মালিক জানিয়েছেন, ‘তিনি রাশিয়ানদের বিরোধী নন, তিনি যুদ্ধের বিরোধী’।
কাফের বাইরে বার্তা “ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আমরা আমাদের মেনু থেকে ‘রাশিয়ান স্যালাড’ সরিয়ে দিয়েছি।” নেটিজেনদের একটি অংশ এই বিষয়টিকে সমর্থন করেছে। অনেকেই মেনু থেকে রাশিয়ান স্যালাড সরিয়ে নেওয়ার ক্যাফের অবস্থানে খুশি।
Post a Comment