৬ এপ্রিল: আজ ভাগ্য খুলবে এই রাশির জাতকদের, কেমন যাবে আপনার দিন
ODD বাংলা ডেস্ক: ভাগ্য পরিবর্তন হয় রাশিফল অনুযায়ী, এমনটাই বলছে জ্যোতিষ শাস্ত্র। জন্ম সময়কে হিসাব করে নির্ধারন করা হয় গ্রহের অবস্থান। আর সেই অবস্থান অনুযায়ী হয় রাশিফল নির্ধারন। এই বিশ্বের সকল মানুষের রাশি আলাদা আলাদা হয়ে থাকে। জেনে নিন রাশি অনুযায়ী আজ আপনার দিনটি কেমন যাবে।
মিথুন রাশি – দিনটি বৈদেশিক যোগাযোাগে সাফল্যের। স্বর্ণালঙ্কার ও বস্ত্র ব্যবসায় কিছু লাভের আশা করতে পারেন। সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। গার্মেন্টস ব্যবসায় নুতন অর্ডার পেতে পারেন। ছোট ভাই বোনকে বিদেশে পাঠানোর সুযোগ আসবে। প্রতিবেশীর বাড়িতে আপ্যায়িত হওয়ার যোগ।
বৃষ রাশি – দিনটি ভালো যাবে। সাংসারিক কাজে ব্যস্ত থাকতে পারেন। গৃহ সংস্কারের কাজে কিছু অর্থ ব্যয় হবে। আত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝির আশাঙ্কা রয়েছে। গৃহস্থালী দ্রব্য ও আসবাবপত্র ব্যবসায় ভালো আয়ের যোগ। যানবাহন বিক্রয়ে লাভবান হতে পারেন। রোমান্টিক যোগাযোগে প্রত্যাশা পূরণ হবে।
সিংহ রাশি – দিনটি শুভাশুভ মিশ্র। রাস্তাঘাটে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকশানের আশঙ্কা প্রবল। অংশিদারী বিষয় নিয়ে জীবন সঙ্গির সাথে কোনো প্রকার গোলমাল হতে পারে। রোজগারে বাধা বিপত্তি দেখা দেবে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের লাভবান হবেন।
কন্যা রাশি – দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা ক্ষেত্রে রোজগার বৃদ্ধি পাবে। বস্ত্র ও প্রসাধন, স্বর্ণালঙ্কার ব্যবসায় ভালো আয় আশা করতে পারেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। কোনো ভালো সংবাদ পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে।
কুম্ভ রাশি – দিনটি ভালো যাবে। আজ পুরোনো কোন প্রেমিক প্রেমিকার সাথে যোগাযোগ হবার সম্ভাবনা। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সন্তানের সাথে কোন বিষয়ে তর্ক বিতর্ক হতে পারে। শিল্পীরা কাজের সুবাদে দূরে কোথাও যেতে পারেন।
বৃশ্চিক রাশি – দিনটি ভালো যাবে। প্রেমে জীবনে কিছু সাফল্য আশা করতে পারেন। সৃজনশীল পেশাজীবী ও ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। সন্তানের বিদেশ যাত্রার প্রচেষ্টায় কিছু অগ্রগতি হতে পারে। অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীদের কাজে ভালো রোজগারের সুযোগ রয়েছে।
তুলা রাশি – দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর কিছুটা অসুস্থ হওয়ার আশঙ্কা। কোনো মূল্যবাণ দ্রব্য হারিয়ে যেতে পারে। কোনো আত্মীয়ের অসুস্থতার কারণে তাকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হবে। দোকানের কর্মচারির অনুপস্থিতির কারণে ব্যবসায়ীদের কিছুটা বিপাকে পড়তে হবে।
মেষ রাশি – রোমান্টিক সম্পর্কে উন্নতি আশা করা যায়। সৃজনশীল পেশাজীবীদের দিনটি ভালো যাবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। চিত্র শিল্পী ও অভিনয় শিল্পীদের নুতন কাজের সুযোগ আসবে।
কর্কট রাশি – দিনটি বকেয়া ধন আদায়ের। বাড়িতে কোনো ধার্মীক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। জীবন সঙ্গিকে কিছু উপহার দেবার যোগ। খুচরা ও পাইকারী বাণিজ্যে ভালো লাভের আশা আছে। পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। শ্যালক শ্যালিকার সাহায্য লাভের যোগ প্রবল।
ধনু রাশি – দিনটি ভালো যাবে না। দাম্পত্য জীবনে কিছু ঝামেলা হতে পারে। আজ খুচরা দোকানদারদের আশানুরুপ রোজগার হবার সম্ভাবনা নেই। অংশিদারী কাজে কিছু ঝামেলা দেখা দেবে। বিয়ের কথাবার্তায় কোন অপ্রত্যাশিত বাধা বিপত্তি দেখা দেবে।
মকর রাশি – দিনটি মিশ্র যাবে। আজ রাগ ও উত্তেজনা কমানোর চেষ্টা করুন। কাজের লোকের অনুপস্থিতির কারণে গৃহিণী কিছুটা বেকায়দায় পড়তে পারেন।
মীন রাশি – আজকের দিনটি ভালো নয়। বাড়িতে কোন কারণে আত্মীয় বিরোধ হতে পারে। মায়ের সাথে অকারণে মনমালিন্য হওয়ার আশঙ্কা। পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা দেবে। সাংসারিক বিষয়ে জীবন সঙ্গীর সাহায্য পেতে পারেন।
Post a Comment