উত্তরে বৃষ্টিপাত! রবিবারই হাওয়া বদলের সম্ভাবনা?


ODD বাংলা ডেস্ক: উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত। কিন্তু, দক্ষিণবঙ্গে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। চৈত্র মাসে গরমে বাড়ছে অস্বস্তি।সবার মনে এখন কেবল একটাই প্রশ্ন যে, কবে হবে বৃষ্টি? শুক্রবার কি বদলাবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ উপকূলের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। বিহার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি আপাতত নেই।দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আপেক্ষিক আদ্রতা বাড়াবে অস্বস্তি। তবে আগামী ৪৮ ঘণ্টায় জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিগত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টিপাত। অবস্থার বিশেষ পরিবর্তন হবে না। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বৃষ্টিপাত হবে।

পাশাপাশি মহানগরের আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের জেরে অস্বস্তি বাড়াচ্ছে। আগামী দু’দিনে কলকাতার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.