২০২২-এর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং পরীক্ষা নেবে আগামী ২৩ এপ্রিল। সে ক্ষেত্রে যদি কোনও ছাত্র-ছাত্রীদের আবেদনপত্র পূরণ করতে সমস্যা হয় তার জন্য হেল্পলাইন নম্বর দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। হেল্পলাইন নম্বরটি হল ১৮০০১০২৩৭৮১ ও ১৮০০৩৪৫০০৫০। ৫০০ টাকা নেওয়া হবে আবেদনপত্র পূরণ ফি বাবদ হিসাবে। প্রসঙ্গত ওএমআর শিট এই হবে পরীক্ষা। শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে গিয়েই পরীক্ষা দিতে হবে।
যদিও গত জুলাই মাসে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা নিয়েছিল। ছাত্র-ছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছিলেন। চলতি বছরেই জুলাই মাসে রাজ্যের তরফে কার্যত সেটাই ছিল অফলাইনে প্রথম পরীক্ষা। জয়েন্ট বোর্ড সূত্রে খবর, চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯২৬৯৫ জন। কলকাতা-সহ রাজ্যের ২৭৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুধু তাই নয়, চলতি বছরের পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক নিয়ম বিধিও জারি করেছিল বোর্ড।
Post a Comment