কলকাতা মেট্রোয় ফের বিভ্রাট! সুড়ঙ্গের মধ্যে থমকে গেল চাকা

ODD  বাংলা ডেস্ক: কলকাতা মেট্রোয় ফের বিভ্রাট! সুড়ঙ্গের মধ্যে থমকে গেল মেট্রোর চাকা। শোভাবাবাজার স্টেশন ছেড়ে খানিকটা এগিয়ে দাঁড়িয়ে পড়ে কবি সুভাষগামী মেট্রো। যান্ত্রিক ত্রুটির জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদর মধ্যে। বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। প্রায় ১ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে খবর। যান্ত্রিক ত্রুটির জেরে কলকাতা মেট্রোয় ভোগান্তির ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে শহরবাসীকে।

উল্লেখ্য, কয়েকবছর আগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে সুড়ঙ্গের মধ্যে অন্ধকারে সার দিয়ে দাঁড়িয়ে পড়েছিল ট্রেন। প্রায় ১৫ মিনিট ধরে অন্ধকারে আটকে ছিলেন যাত্রীরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। অনেকে ভয়ে কেঁদেও ফেলেছিলেন। সুড়ঙ্গের মধ্যে মেট্রো আটকে যাওয়ার ঘটনাও নতুন কিছু নয়। ২০১৮ সালে একবার মহাত্মা গান্ধী রোড ও গিরিশ পার্ক স্টেশনের মাঝে দমদমগামী একটি রেক আটকে গিয়েছিল। সেবার বাকি কামরার দরজা খুলে যাত্রীদের প্ল্যাটফর্মে নামিয়ে আনা হয়েছিল। রেকের সমস্যার জেরেই সেদিন ওই ঘটনা ঘটেছিল বলে মনে করা হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.