করোনার চতুর্থ ঢেউয়ের আতঙ্কের মাঝেই কোভিশিল্ড তৈরি বন্ধ করল সিরাম ইন্সটিটিউট


ODD বাংলা ডেস্ক: গত বছরের ৩১ ডিসেম্বর থেকেই  করোনার টিকা (Covid Vaccine) উৎপাদন বন্ধ করে দিয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। শুক্রবার একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে একথা জানান সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা (Adar Poonawalla)। তাঁর বক্তব্য, টিকা (কোভিশিল্ড) যাতে কোনওভাবেই নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই অনুষ্ঠানেই তিনি বলেন, করোনার টিকাকরণ নিয়ে বাণিজ্যিক মানসিকতা থাকলে চলবে না। এটা ঠিক যে অতিমারি আর আমাদের পিছনে তাড়া করে বেড়াচ্ছে না। কিন্তু, তা বলে "একজন নাগরিকের জীবনের জন্য কোনও দাম ধার্য করা যায় না।"

প্রসঙ্গত, ইতিমধ্যেই টিকাকরণের মাঝের দূরত্ব কমানোর পক্ষে সওয়াল করতে শুরু করেছেন আদর। বর্তমান নিয়ম অনুসারে, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার নয়মাস পর বুস্টার ডোজ নিতে হয়। কিন্তু, আদর এই ব্যবধান কমিয়ে ছয়মাস করতে চাইছেন। যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই অভিযোগ, স্রেফ ব্যবসায়িক লাভের জন্যই এমনটা করছেন আদর পুনাওয়ালা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.