‘অন্য নারীতে আসক্ত’, প্রেমিকার এ সন্দেহ ভুল প্রমাণে গোপনাঙ্গে তালা যুবকের
ODD বাংলা ডেস্ক: প্রেমিকার সন্দেহকে ভুল প্রমাণ করতে এক প্রেমিক তার গোপনাঙ্গে তালা দিয়েছেন। প্রায় ৪৮ ঘণ্টা এই অবস্থায় থাকার পর তিনি অসুস্থ হলে তাকে তার মা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে হাসপাতালে ভর্তি হয়।
থাইল্যান্ডে এই ঘটনা ঘটে। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, ওই যুবকের প্রেমিকা তার ওপর রাগ করে দুদিন আগে চলে গেছেন। কোনোভাবেই প্রেমিকাকে বোঝাতে পারেননি। উপরন্তু, প্রেমিকার সন্দেহ তিনি অন্য কোনো নারীর প্রতি আসক্ত। তিনি অন্য কোনো নারীর প্রতি আসক্ত নন এটি প্রমাণ করতেই এই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেন ওই যুবক।
এ ঘটনায় এখন পর্যন্ত তার প্রেমিকার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, তার ভালোবাসার এমন আত্মঘাতী সিদ্ধান্তে অবাক হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই যুবকের মা জানিয়েছে, ছেলেকে অস্বাভাবিকভাবে হাটতে দেখে, তিনি জানতে চান কি হয়েছে। পরে পুরো ঘটনা শুনে তিনি তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন।
Post a Comment