সর্বসমক্ষে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার! আর কখনও করবেন না এই কাজ


ODD বাংলা ডেস্ক: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করার জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি। অভিনেতা জানালেন, আর কখনও এই ধরণের বিজ্ঞাপনে মুখ দেখাবেন না তিনি।

নিজের টুইটারে একটি 'সরি নোট' লিখলেন অক্ষয় কুমার। বলিউডের খিলাড়ি জানালেন, আর কখনও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করবেন না তিনি। অভিনেতা লিখেছেন, ''আমি ক্ষমাপ্রার্থী। সকল শুভাকাঙ্খি এবং অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। বিগত কয়েকদিন ধরে আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভাবিয়ে তুলেছে। 'বিমল ইলাইচি' সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হওয়ার পর থেকে আমার কাছে আপনাদের নানা প্রতিক্রিয়া এসেছে। অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি, আমি এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়াচ্ছি।''

পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়। অভিনেতা বলেন, ''আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিজ্ঞাপন থেকে পাওয়া সমস্ত অর্থ আমি কোনও ভালো কাছে ব্যয় করব।'' যতক্ষণ না পর্যন্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততক্ষণ এই বিজ্ঞাপনে অক্ষয়কে দেখা যাবে। কিন্তু, চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য এরপর থেকে আর সংশ্লিষ্ট সংস্থার কোনও বিজ্ঞাপনে তাঁকে দেখা যাবে না। এমনটাই জানিয়েছেন অভিনেতা। একইসঙ্গে অক্ষয়ের সংযোজন, ''আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এরপর থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনা করব। পরিবর্তে ভবিষ্যতের জন্য আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা প্রার্থনা করছি।''

উল্লেখ্য, সম্প্রতি একটি ইলাইচি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন অক্ষয়। যারা তামাকজাত পণ্যও প্রস্তুত করে থাকে। এই অক্ষয় একবার এক প্রেস কনফারেন্সে বলেছিলেন, তিনি অনেক টাকার অফার পাওয়া সত্ত্বেও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেন না। সেই অভিনেতাকে এমন বিজ্ঞাপনে দেখার পর থেকেই ক্ষোভ উগরে দেন ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় জুড়ে ধেয়ে আসে নেগেটিভ কমেন্ট। অভিনেতা হিসেবে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য সমালোচনার শিকার হন বলিউডের খিলাড়ি। এরপরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অক্ষয় কুমার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.