ট্রাফিক আইন ভেঙে বিপাকে! নিয়মের সামনে ঝুঁকতে হল আল্লু অর্জুনকে

ODD বাংলা ডেস্ক: সাধারণ মানুষ হোক কিংবা জনপ্রিয় তারকা, আইন যে সকলের জন্য এক, সে ছবিই যেন ধরা পড়ল হায়দরাবাদে।ট্রাফিক আইন ভেঙে জরিমানা দিতে হল ‘পুষ্পা রাজ’ ওরফে আল্লু অর্জুনকে (Allu Arjun)। 

হায়দরাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, আল্লু অর্জুন কালো কাচের গাড়িতে সফর করছিলেন। কিন্তু ২০১২ সালে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী, যে কেউ গাড়িতে কালো কাচ ব্যবহার করতে পারবেন না। তাঁর গাড়িতে কালো কাচ থাকায় নিয়মভঙ্গ করেছেন আল্লু। সেই অভিযোগেই হায়দরাবাদের ব্যস্ত রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয় দক্ষিণী অভিনেতার গাড়ি। জানা গিয়েছে, তাঁকে ৭০০ টাকা জরিমানা করা হয়।

তাঁর ছবি ‘পুষ্পা’ বক্স অফিসে ঝড় তুলেছিল। শুধু দক্ষিণ ভারত হয়, এই ছবির জনপ্রিয়তার জন্য মুখ থুবড়ে পড়ে একাধিক হিন্দি ছবিও। হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ‘পুষ্পা’ ছবিও ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে।পর্দায় নিয়ম না মানাই ছিল পুস্পার নিয়ম। আর তা করেই একের পর এক তুখোড় সংলাপে মানুষের মন কেড়ে নিয়েছিলেন এই দক্ষিণী তারকা। তবে বাস্তব জগত আর সিনেমা জগত যে সম্পূর্ণ আলাদা তা আরও একবার প্রমাণ করল এই ঘটনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.