জালে উঠে এল ১৮ কেজির বিশাল দৈত্যাকার কাতলা মাছ, দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার
ODD বাংলা ডেস্ক: গোটা বিশ্ব জুড়ে মাছের ব্যাবসা এবং মাছের রান্নার রেসিপি খুবই প্রসিদ্ধ। এশিয়া মহাদেশের দেশগুলিতে আর্থিক উন্নতিতে মাছের ব্যবসা গুরুতপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া জেলেরাও চায় তাদের জালে বড় মাছ উঠুক যাতে তারা ভালো ব্যবসা করতে পারে।
বাংলাদেশের এক জেলে গুরুদেৱ হালদার শনিবার ১৮.২ কিলোগ্রামের কাতলা মাছ (Catla Fish) ধরেন। বলা হচ্ছে এই মাছটি পদ্মা নদী (Padma River) থেকে ধরা এখনো অব্দি সবচেয়ে বড় কাতলা মাছ।
এমনিতে পদ্মার ইলিশ বিশ্ববিখ্যাত। তবে এবার পদ্মার কাতলা বিশ্ব রেকর্ড করেছে এবং সকলের নজর কেড়েছে। ১৮.২ কেজির এই মাছটি ধরে গুরুদেব রেকর্ড তৈরি করে ফেলেছেন। রিপোর্ট অনুযায়ী, গুরুদেব হালদার জানিয়েছেন মাছটি ধরার পর তিনি মাছটিকে বাজারে নিলাম করতে নিয়ে যান। লোকাল ব্যবসায়ী মোহাম্মদ চাঁন্দু মোল্লা মাছটিকে ১৪০০ টাকা প্রতি কিলো দরে অর্থাৎ মোট ২৫ হাজার ৪৮০ টাকায় বিক্রি করে রেকর্ড তৈরি করেছেন।
ভারতীয় কারেন্সির হিসেবে ২১ হাজার ৫৯৭ টাকায় কেনেন। চান্দু মোল্লা জানান যে এই মাছটিকে তিনি ১৫০০ টাকা দরে ক্ষুদ্র গ্রাহকদের বেচবেন। এছাড়া চান্দু মোল্লা বলেন যে যেহুত বর্ষা কম হচ্ছে তাই নদীর জল কমে গেছে তাই কাতলা, রুই, বোওয়াল জাতীয় মাছ বেশি জালে ধরা পড়ছে। এই কাতলা মাছটা এখনো অবদির সবথেকে দামি মাছে পরিণত হয়েছে।
একজন খরিদ্দার জানায় যে মানিকগঞ্জ ও পাবনা জেলার জেলেরা সবসময়ই বড় মাছ ধরে থাকেন যার ফলে তাদের আয় অনেক বেশি হয়। এছাড়া গোয়ালেন্ডার এক অফিসার বলেছিলেন যেহেতু পদ্মা নদীর জল কমে গেছে তাই মাছেদের জালে ফাঁসার সম্ভবনা বেড়েছে।
Post a Comment