এবার মানবশরীরেও বার্ড ফ্লু; করোনার মধ্যেই নতুন করে আতঙ্ক
ODD বাংলা ডেস্ক: চিনে এই প্রথম মানবশরীরে এইচ৩এন৮ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। চার বছর বয়সি এক শিশুর শরীরে এটি শনাক্ত হয়েছে। তবে চিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, সাধারণের মধ্যে এই ফ্লুর ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম।
উত্তর আমেরিকায় এক ধরনের হাঁসে প্রথম শনাক্ত হওয়ার পরে ২০০২ সাল থেকে এভিয়ান ফ্লুর এইচ৩এন৮ ধরনটি নানা জায়গায় ছড়াতে থাকে। এটি ঘোড়া, কুকুর ও সিলকেও সংক্রমিত করে বলে দেখা যায়। তবে অতীতে মানবশরীরে এটি কখনও শনাক্ত হয়নি। এখন সেটাও হল।
চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) গতকাল মঙ্গলবার বলেছে, মধ্যাঞ্চলের হেনান প্রদেশের চার বছর বয়সি শিশুর শরীরে ফ্লুর ধরনটি শনাক্ত হয়। জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে চলতি মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিবৃতিতে এনএইচসি জানিয়েছে, শিশুর পরিবারটি বাড়িতে মুরগি পালন করে। এবং প্রচুর বুনো হাঁসও আছে, এমন এলাকায় তাদের বসবাস। কমিশন বলেছে, পাখি থেকে সরাসরি শিশুটি আক্রান্ত হয়েছে। তবে ব্লাড ফ্লুর ভাইরাসের যে ধরনটি এই শিশুটিকে সংক্রমিত করেছে, সেটি স্বাভাববিক ভাবে জনসাধারণকে সংক্রমিত করার মতো অতটা শক্তিশালী নয়।
তবে সরকারি সংস্থাটি লোকজনকে মৃত ও অসুস্থ পাখি থেকে দূরে থাকতে সতর্ক করেছে। একই সঙ্গে জ্বর বা শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Post a Comment