কাঠের ট্যাংকে ঘুরে বেড়ান বাবা-ছেলে! পুরোটা জানলে চমকে যাবেন

ODD বাংলা ডেস্ক: বহু সময় ও হাজারো ডলার অর্থ ব্যয় করে তিন বছরের ছেলের জন্য পুরনো একটি গাড়িকে কাঠের ট্যাংকে পরিণত করেছেন ভিয়েতনামের এক ব্যক্তি। এখন প্রতি সপ্তাহে সেই ট্যাংক নিয়ে নিজেদের বাড়ির আশপাশের এলাকায় ঘুরতে বের হন বাবা-ছেলে।  
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের পূর্বের ব্যাক নিন প্রদেশের ট্রুয়োঙ ভ্যান ডাও ট্যাংকটি তৈরি করেছেন। ফ্রান্সের ইবিআর ১০৫ মডেলের আদলে তৈরি কাঠের ট্যাংকটি তৈরিতে খরচ হয়েছে ১১ হাজার ডলার।

প্রায় ১০ ফুট লম্বা নলও রয়েছে এতে।
একসময় দীর্ঘ, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যাওয়া ভিয়েতনামে এ ধরনের শখ দেখতে পাওয়ার বিষয়টি একটু অবাক করার মতোই। তবে ডাও বলেন, ‘আমার ও আমার ছেলের ট্যাংকে চড়তেই ভালো লাগে, এর সঙ্গে যুদ্ধের বা অস্ত্রের কোনো সম্পর্ক নেই। ’

ডাও জানান, ১৬ আসনের একটি মিনিবাসের কাঠামোর ওপর তৈরি হয়েছে ট্যাংকটা। মূল ইঞ্জিন, পাটাতনটা ঠিক রেখে গিয়ারের জন্য জায়গা করে নেওয়া হয়। এমন ব্যবস্থা করা হয়, যাতে আট চাকা একই সঙ্গে ঘোরে। এই ট্যাংকের গতি ২৫ কিলোমিটারের বেশি ওঠানো যায় না। এর বেশি গতি বাড়ালেই ছিঁড়ে যাবে সংযুক্তকারী তার। ফলে গতিসীমা লঙ্ঘনের কোনো উপায়ই নেই বাবা-ছেলের হাতে। ডাও মন্তব্য করেন, ‘যদি বিশ্বের সব ট্যাংক আমারটার মতো হতো, তাহলে কোনো ক্ষতি হতো না, শুধু আনন্দই হতো। ’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.