সেকি! অন্যের সাহায্যে আত্মহত্যা এদেশে আইনত বৈধ!
ODD বাংলা ডেস্ক: অনেকেরই স্বপ্নের দেশ সুইজারল্যান্ড। তবে এই দেশ সম্পর্কে ঠিক কতোটা জানেন আপনি? সুইজারল্যান্ড সম্পর্কে কিছু চমৎকার তথ্য যা আপনার কাছে খুব অদ্ভুত মনে হবে। আবার আপনাকে চমকে দেয়ার মত আইনও এই দেশে আছে।
এই অদ্ভুত তথ্যগুলো আপনাকে অবাক করে দিবে মুহূর্তেই। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক সেই তথ্যগুলো-
> সুইজারল্যান্ডে যত বিয়ে হয় তার প্রায় অর্ধেক শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।
> সুইজারল্যান্ডে সকল মানুষকে লুকিয়ে ফেলার মত যথেষ্ট আয়তনের বাংকার তাদের ঘরবাড়ির নিচে আছে।
> এখানে নাগরিকত্বের আবেদন করতে হলে আপনাকে কমপক্ষে বারো বছর বসবাস করতে হবে।
> চকলেট ভালোবাসে না এমন মানুষ কমই আছে। বিশ্বে সর্বাধিক পরিমাণ চকলেট উৎপাদিত হয় সুইজারল্যান্ডে।
> সুইজারল্যান্ডের আদি নাম হেলভেশিয়া।
> সুইস চকলেট উৎপাদক হেনরি নেসলে এবং ডেনিয়েল পিটার মিলক চকলেট উদ্ভাবন করেন।
> এই দেশে শিক্ষকতা সর্বাধিক বেতনের চাকরিগুলোর একটি।
> বিশ্বের অধিকাংশ বিলাসবহুল ঘড়ি এই দেশে উৎপাদিত হয়। Tissot, TAG Heuer, Rolex এবং Patek Philippe এর মত অভিজাত ঘড়িগুলো আসে সুইজারল্যান্ড থেকে।
> স্নো-বোর্ডিং, স্কিইং এবং পাহাড়ে চড়া সুইজারল্যান্ডের জনপ্রিয় খেলা।
> অন্যের সাহায্যে আত্মহত্যা এদেশে আইনত বৈধ।
> নেসক্যাফে, পৃথিবীর প্রথম ইনস্ট্যান্ট কফি আবিষ্কৃত হয় সুইজারল্যান্ডে।
> ব্যাংকের ক্যাশিয়াররা এইদেশে বুলেটপ্রুফ কাঁচে সুরক্ষিত থাকে।
> সুইজারল্যান্ড একমাত্র দেশ যে দেশে সৌরচালিত বিমান নির্মিত হয়েছে।
> এই দেশে ২০৮ টি পর্বত আছে, যাদের উচ্চতা ৩০০০ মিটার চেয়ে বেশি।
> রোলেক্স কোম্পানি বিশ্বে প্রথম পানিনিরোধী ঘড়ি তৈরী করে ১৯২৭ সালে সুইজারল্যান্ডে।
Post a Comment