চ্যাঙ ই সাও: পৃথিবীর কুখ্যাত এক নারী জলদস্যু! যার গল্প শুনলে শিউড়ে উঠবে আপনি

ODD বাংলা ডেস্ক: চ্যাঙ ই সাও অর্থাৎ চ্যাঙ এর বউয়ের কর্মজীবন শুরু হয়েছিল চীনের একটি পতিতালয়ে। ১৮০১ সালে জলদস্যু সর্দার চ্যাঙ তাকে বিয়ে করে সমুদ্রে নিয়ে যায়। স্বামী-স্ত্রীর তৈরী করা দস্যুদল একসময় পৃথিবীর অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়। এমন শক্তির নেপথ্যে ছিল তাদের দখলে থাকা প্রায় একশোর উপরে জাহাজ এবং প্রায় ৫০ হাজার জলদস্যু। ১৮০৭ সালে চ্যাঙ এর মৃত্যুর পর তার দলে ওপর একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় তার বউ চ্যাঙ ই সাওয়ের। নারী নেতৃত্বে দস্যুদলটির শক্তির কোন ক্ষয় হয়নি বরং তারা আগের চেয়েও শক্তিশালীরূপে আবির্ভূত হয়। কেবল চীনের নৌবাহিনী নয় বরং আন্ত:দেশীয় বিভিন্ন দেশের নৌবাহিনীর মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায় এই দস্যুবাহিনী। তারা মূলত, মাছ ধরার নৌকা, বিদেশী জাহাজে ডাকাতি এবং অপহরণ করে মুক্তিপণ আদায় করতো। ১৮৪৪ সালে চ্যাং ই সাও ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.