‘মশা মারা সহজ, কিন্তু মাছি মারা এতো কঠিন’ রহস্যটি কি?

ODD বাংলা ডেস্ক: এক থাপ্পরেই মশা মরে যায়। তা নিশ্চয় জানেন? কিন্তু সমস্যাটি হচ্ছে মাছি মারা নিয়ে। যত সহজে মশা মারতে পারা যায়, ঠিক বিপরীতটি ঘটে মাছি মারতে গেলে।

অনেকের মনেই এই নিয়ে প্রশ্ন উঁকি দেয়। চলুন তবে জেনে নেয়া যাক সহজে মাছি না মারতে পারার রহস্যটি। এর আসল রহস্য হচ্ছে মাছির চোখে। কিন্তু কীভাবে?

আমাদের চোখ প্রতি সেকেন্ডে ৬০ টি স্থির ছবি আমাদের ব্রেইনে পাঠায় তারপরে ব্রেইন সেগুলোকে একত্র করে আমাদের চলমান দুনিয়া দেখায়। কিন্তু একটি মাছির চোখ প্রতি সেকেন্ডে ২৫০ টি ফ্ল্যাশ বা ছবি তার ব্রেইনে পাঠায়। মাছির ব্রেইন যখন সেগুলোকে চলমান করে তোলে তখন সে আসলে আমাদের তুলনায় সব কিছু খুব ধীর গতিতে দেখে, যাকে আমরা স্লো মোশন বলি।

যখন আমরা একটি মাছিকে মারতে যাই তখন আমরা এক সেকেন্ডেরও কম সময়ে মাছিটিকে আক্রমণ করি। এখন আমরা প্রতি সেকেন্ডে ৬০ টি ফ্রেম দেখার কারণে এই কাজটি আমাদের কাছে অনেক দ্রুত মনে হয়। কিন্তু মাছির কাছে আমাদের এই কাজটি, মানে তার দিকে তেড়ে যাওয়া খুবই ধীর মনে হয়। তাই আমরা মাছিদের আঘাত করার অনেক আগেই তারা উড়ে চলে যেতে পারে।

মাছির মত মশার এই বিশেষ ক্ষমতা নেই সেজন্য তারা এত সহজেই উড়ে যেতে পারেনা, এজন্যই মশা মারা সহজ কিন্তু মাছি মারা এতো কঠিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.