সাবধান! ট্যালকম পাউডার ব্যবহারে হতে পারে মারাত্মক ক্ষতি

ODD বাংলা ডেস্ক: বাড়ছে রোদের তীব্রতা। সেই সঙ্গে বাড়ছে গরম। এই গরমে ঘাম এবং ঘামচিতে আক্রান্ত হন ছোট থেকে বড় সবাই। যা বেশ যন্ত্রণাদায়ক। এই পরিস্থিতে গরম থেকে বাঁচতে ট্যালকম পাউডার ব্যবহার করেন অনেকে। ট্যালকম পাউডার দ্রুত ঘাম শুকিয়ে ফেলতে সহায়তা করে। এতে স্বস্তি মেলে। 

তবে সাময়িকভাবে স্বস্তি দেওয়া এই ট্যালকম পাউডার ব্যবহারে হতে পারে মারাত্মক ক্ষতি। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক- 

কী দিয়ে তৈরি ট্যালকম পাউডার?

মূলত ট্যালকম পাউডার তৈরি হয় ট্যাল্ক নামক একটি পদার্থ থেকে। যা গঠিত হয় ম্যাগনেসিয়াম, সিলিকন ও অ্যাসবেসটস দ্বারা। এই উপাদানগুলো আর্দ্রতা শোষণ করতে ও ত্বককে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করতে সহায়তা করে।

ট্যালকম পাউডার ব্যবহারে ঝুঁকি

>> কিছু কিছু ট্যালকম পাউডারে থাকে অ্যাসবেসটস নামক উপাদান। এটি শ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করলে ক্যান্সারের আশঙ্কা বৃদ্ধি পায়।

>> আমেরিকার একটি গবেষণা বলছে, যৌনাঙ্গ সংলগ্ন এলাকায় বেশি পাউডার ব্যবহার করলে ওভারিয়ান ক্যান্সার সৃষ্টির আশঙ্কা থাকে।

>> শ্বাসের সঙ্গে ট্যালকম পাউডার দেহের ভেতর প্রবেশ করলে হতে পারে হাঁচি, কাশি বা শ্বাসকষ্ট। এতে ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে।

>> শিশুদের জন্য ব্যবহৃত পাউডারে ক্ষতিকর উপাদান থাকলে সতর্কতা অবলম্বন করা জরুরি। এটি নাকে চলে গেলে শিশুর শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে।

>> কেউ কেউ মনে করেন, ট্যালকম পাউডার ঘর্মগ্রন্থির ক্ষরণের পথ বন্ধ করে দেয়। ফলে, ঘাম আটকে দেখা দেয় নানা স্বাস্থ্য জটিলতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.