স্কুলে গরমের ছুটি সময়ের আগেই পড়বে নাকি কমছে ছুটির সময়সীমা
ODD বাংলা ডেস্ক: সরকারি স্কুলে এ বছর ২৪ মে থেকে গরমের ছুটি পড়ার কথা। আগামী ৪ জুন পর্যন্ত চলবে গরমের ছুটি। অর্থাৎ এ বছর মাত্র ১১ দিন গরমের ছুটির জন্য ধার্য করা হয়েছে।
এদিকে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের জের। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে৷ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ এই অবস্থায় স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করে জরুরি বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কিন্তু দিনে দিনে গরম যে হারে বাড়ছে, তাতে ২৪ মে পর্যন্ত কি গরমের ছুটির জন্য অপেক্ষা করা যাবে?স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে কিনা এ নিয়ে জল্পনা চরমে। কারণ যে সময়ে স্কুল পড়ুয়ারা বাড়ির বাইরে থাকছে সেই সময়ে গরমের কারণে অস্বস্তি থাকবে চরমে৷ কীভাবে পরিস্থিতি নিয়ে লড়াই করা যায় তা নিয়ে বিকেল ৩টা থেকে জরুরি বৈঠক ডাকলেন শিক্ষা মন্ত্রী। শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়াদের অভিভাবক— সকলেরই এই এক প্রশ্ন।
Post a Comment