বার্ড-ফ্লু-র নয়া ভ্যারিয়েন্ট এবার মানুষের শরীরে!
ODD বাংলা ডেস্ক: চিনের ৪ বছরের একটি শিশুর শরীরে বার্ড ফ্লু’র H3N8 স্ট্রেনের হদিশ মিলল। চিনের স্বাস্থ্যবিভাগ অবশ্য দাবি করেছে, এই নয়া স্ট্রেন ততটা সংক্রামক নয়।
এই প্রথম মানুষের শরীরে দেখা মিলল এই নয়া স্ট্রেন। তাও আবার করোনাভাইরাসের আঁতুড়ঘর চিনে। জানা গেছে, চিনের মধ্য হেনান প্রদেশে চার বছরের শিশুটি বার্ড ফ্লু তে আক্রান্ত। আর তার শরীরেই মিলল প্রথম এই স্ট্রেন। গত ৫ এপ্রিল থেকে শিশুটির জ্বর ও অন্যান্য উপসর্গ ছিল।
চিনের জাতীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুটি বাড়িতেই মুরগির সংস্পর্শে এসেছিল। পাশাপাশি কাকের সংস্পর্শেও এসেছিল শিশুটি। অতীতে এই নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছিল ঘোড়া, কুকুর, পাখির শরীরে। প্রথম হদিশ মিলল মানুষের শরীরে। চিনের স্বাস্থ্য বিভাগ অবশ্য দাবি করেছে, এই ভ্যারিয়েন্টটি মানুষের শরীরে হু হু করে ছড়িয়ে পড়ার ইঙ্গিত এখনই অবধি মেলেনি। আর ঝুঁকিও কম।
এটা ঘটনা চিনে আগেও পোলট্রি ফার্মে কাজ করা অনেকেই বার্ড ফ্লু’র একাধিক স্ট্রেনে আক্রান্ত হয়েছেন।
Post a Comment