হঠাৎ করেই কি ওজন কমে যাচ্ছে আপনার, হতে পারে কোলন ক্যানসারের লক্ষণ
কোলন ক্য়ানসারে আক্রান্ত হয়েও অনেকেই তা অর্শ্ব ভেবে ভুল করে থাকেন। বেশ কিছু লক্ষণ রয়েছে যা বুঝিয়ে দেয় আপনি কোলন ক্যানসারে আক্রান্ত কী না। কোলন ক্যানসার সাধারণত মধ্য বয়সি বা তার থেকে বেশি বয়সি ব্যক্তিদের মধ্যে দেখা যায়। দিনে যত বার সাধারণত মল ত্যাগ করেন, হঠাৎই যদি তার পরিবর্তন ঘটে তবে তা কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে। কোলন ক্যানসারের রোগীদের মল ত্যাগের সময় ব্যথা ও যন্ত্রণা অনুভূত হতে পারে। সরু ফিতের মতো মল নির্গত হওয়া কিন্তু কোলন ক্যানসারের একটি বড় লক্ষণ, এমনটা হলে আগে থেকেই সাবধান হয়ে যান। হঠাৎ করেই কি বমি বমি ভাব লাগছে বা গা গুলিয়ে উঠছে আর সেই সঙ্গেই ওজন কমে যাওয়াও এর লক্ষণ হতে পারে। পেট ব্যথা এবং সেই সঙ্গে মলদ্বারে রক্তপাত কোলন ক্যানসারের অন্যতম প্রধান লক্ষণ, এই রক্তের রং কিছুটা কালচে হয়।
Post a Comment