শিশুদের জন্যও কোভিড টিকা, ৬-১২ বছর বয়সিদের জন্য কোভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র দিল DCGI


ODD বাংলা ডেস্ক: ১৮ ঊর্ধ্বদের করোনা টিকাকরণ প্রায় শেষের পথে। পাশাপাশি শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণও (Corona Vaccination)। সংক্রমণের চতুর্থ ঢেউয়ের মুখে দাঁড়িয়ে ৬-১২ বছর বয়সিদেরও কোভিড টিকাকরণের (COVID-19 Vaccination) আওতায় আনতে চলেছে দেশ। 

আইসিএমআরের (ICMR) ইমুনাইজেশন বিভাগ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ভারত বায়োটেকের (Bharat Biotech) টিকা দেওয়া হবে তাদের। সূত্রের খবর, যে ভ্যাকসিন দেওয়া হবে তার মধ্যে একটি রয়েছে কোভ্যাক্সিন (Covaxin)। মৃত ভাইরাসের কোশকে মানবদেহে প্রবেশ করিয়ে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম এই ভ্যাকসিন। ১৮ ঊর্ধ্ব নাগরিকদের এই ভ্যাকসিনে যথেষ্ট কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থারও অনুমোদন পেয়েছে এই টিকা।

ভারতে দৈনিক সংক্রমণ যখন আড়াই হাজার (২,৪৪৩) ছুঁইছুঁই। ঠিক তখনই ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) ৬-১২ বছর বয়সিদের শিশুদের টিকার আওতায় এনে দেশের সমস্ত মানুষকে কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করা হচ্ছ্ে, সেজন্য মূলত আধার কার্ডকে সামনে রেখেই জেনে নেওয়া হচ্ছে দেশে ৬-১২ বছর বয়সি শিশুদের সংখ্যা কত। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.