আজ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে চালু হচ্ছে বুস্টার ডোজ, মানতে হবে এইসব নিয়ম
ODD বাংলা ডেস্ক: আজ থেকে ১৮ উর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া শুরু হল। তবে সরকারি হাসপাতালে নয়, শুধুমাত্র বেসরকারি হাসপাতাল বা টিকাকরণ কেন্দ্রে মিলবে এই ডোজ। প্রথম ও দ্বিতীয় ডোজের সময় যে টিকা নিয়েছিলেন, সেই টিকারই বুস্টার ডোজ দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নেন, তাহলে তিনি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) বুস্টার ডোজ পাবেন।
কারা পাবেন এই টিকা? যাঁরা করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পর ন'মাস কেটে গিয়েছেন, তাঁরা 'প্রিকশন ডোজ' বা বুস্টার ডোজ নিতে পারবেন।
কত খরচ পড়বে? সার্ভিস চার্জ বাবদ বেসরকারি টিকাকেন্দ্রগুলি সর্বাধিক ১৫০ টাকা নিতে পারবে। অর্থাৎ টিকার প্রতিটি ডোজের যা দাম, তার থেকে সর্বাধিক ১৫০ টাকা বেশি টাকা নিতে পারবে বেসরকারি টিকাকেন্দ্রগুলি।
প্রসঙ্গত, স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্বদের পর এবার ১৮ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত টিকাগ্রহীতাদের বেসরকারি কেন্দ্র থেকে টিকা প্রদান করা হবে।
Post a Comment