এক লাফে অনেকটাই বাড়ল দেশের করোনা সংক্রমণ! তবে কি আছড়ে পড়ল চতুর্থ ঢেউ

ODD বাংলা ডেস্ক: লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ উস্কে দিচ্ছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল দেশের করোনা সংক্রমণ। এই সময়ে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৩০৩ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ২,৯২৭ জন। কোভিডের এই ঊর্ধ্বমুখী গ্রাফ রীতিমতো চিন্তা বাড়াচ্ছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়ার পরিসংখ্যান বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৯ জনের। আশার কথা, এই সময়ে দেশে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫৬৩ জন, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৯৮০ জন। বর্তমানে দেশে কোভিড পজিটিভিটির হার ০.৬৬ শতাংশ।

জুনে করোনা চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে দেশে, এই আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে করোনার নতুন দুই ভ্যারিয়্যান্ট XE এবং XD উদ্বেগ বাড়াচ্ছে। যদিও স্বস্তির খবর জিনোম সিকোয়েন্সিং অ্যানালিসিসের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এখনও পর্যন্ত ভারতে করোনার মিউট্যান্ট প্রজাতি কম পাওয়া গিয়েছে। যদিও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে নিয়মিত।

তবে কি দেশে করোনার নতুন ঢেউ? এই প্রসঙ্গে WHO প্রধান Dr Tedros Adhanom Ghebreyesus সম্প্রতি বলেন, "করোনা সংক্রমণ বিশ্বজুড়ে নতুন করে কতটা ছড়াচ্ছে সেই সম্পর্কে কোনও তথ্যই সেভাবে আমদের হাতে নেই। আমরা এই বিষয়ে একপ্রকার 'অন্ধ'। কারণ, এই মুহূর্তে করোনা পরীক্ষা বন্ধ করে দিয়েছে বহু দেশ। ফলে নতুন করে সংক্রমণ এবং করোনা পরীক্ষা নিয়ে আমাদের কাছে বিশেষ কোনও তথ্যও নেই।" 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.