হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ, একদিনে বাড়ল ৯০ শতাংশ


ODD বাংলা ডেস্ক: ফের হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। এদিন একলাফে ৯০ শতাংশ বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ২১৮৩ জন। রবিবারের থেকে একধাক্কায় অনেকটাই বেড়েছে সংক্রমণ। যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল।

রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১৫০। সোমবার তা বেড়ে প্রায় ৯০ শতাংশের কাছাকাছি। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১৪ জনের। গতকাল তা ছিল ৪। এদিন শুধু কেরলে করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হারও, যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল।
 
দিল্লির সংক্রমণ বৃদ্ধি নিয়ে চিন্তায় কেন্দ্রীয় সরকার৷ স্কুলগুলিতে ছড়াচ্ছে সংক্রমণ৷ আক্রান্ত হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা৷ যার জেরে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার৷ গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছে ৫১৭ জন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.