ফের ডুয়ার্সে উদ্ধার রক্তাক্ত চিতাবাঘ! মৃত্যুর কারণ ঘিরে রহস্য
ODD বাংলা ডেস্ক: ফের চিতাবাঘের দেহ উদ্ধারে চাঞ্চল্য ডুয়ার্সে (Dooars)। ইতিমধ্যেই প্রাণীটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বনদপ্তর। মনে করা হচ্ছে, গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে চিতাবাঘটির।
জানা গিয়েছে, শুক্রবার সকালে ডুয়ার্সের তোতাপাড়া-জালাপাড়াগামী রাস্তায় একটি চিতাবাঘের দেহ পড়ে থাকতে দেখেন চা-বাগানের শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ ও বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডে। তড়িঘড়ি বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। এসূত্রের খবর, ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বনদপ্তরের আধিকারিকরা।
কিন্তু কীভাবে চিতাবাঘটির মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি নিশ্চিত করে। তবে মনে করা হচ্ছে, দ্রুতগতিতে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে চিতাবাঘটির। উল্লেখ্য, ডুয়ার্সে বাঘের রহস্যমৃত্যু নতুন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন সময়ে চা বাগান সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে চিতাবাঘের দেহ। কখনও দুর্ঘটনায় প্রাণ গিয়েছে চিতাবাঘের। কখনও আবার খুনের অভিযোগ উঠেছে।
Post a Comment