সমুদ্রের ডেড জোন কী?

 


ODD বাংলা ডেস্ক: বলা হয়ে থাকে, স্থলের জীবেরা যতোটা না বিচিত্র, সমুদ্রে জীবের বৈচিত্র্য তার চেয়েও বেশি। কিন্তু বিশাল সমুদ্রের পুরোটা জুড়েই কি এই বৈচিত্র্য থাকে?


সমুদ্রের এমন কিছু অঞ্চল থাকে যেখানে খুব কমই প্রাণী বা উদ্ভিদ বসবাস করতে পারে। এগুলোই 'ডেড জোন' হিসেবে পরিচিত।


মূলত অক্সিজেনের অনুপস্থিতিতে এই জোন তৈরি হয়। 'হাইপক্সিয়া' নামে পরিচিত এই অবস্থা। হাইপোক্সিক জোন সাধারণত হ্রদ এবং অন্যান্য স্থায়ী জলাশয়ে ঘটার পাশাপাশি সমুদ্রের বিশাল অঞ্চলেও ঘটতে পারে।


ডেড জোনের প্রধান কারণ হিসেবে ধরা হয় 'ইউট্রোফিকেশন'কে। জলে খনিজের পরিমাণ বেড়ে গেলে ওই অঞ্চলে শৈবালের বংশবিস্তার হতে থাকে দ্রুত। সামুদ্রিক শৈবালের অতিরিক্ত বংশবিস্তারই জলে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়।


সামুদ্রিক ডেড জোন সাধারণত তীরের কাছাকাছি অঞ্চলেই দেখা যায়।


বিশ্বজুড়ে প্রায় ১৪৬টি তালিকাভুক্ত উপকূলীয় ডেড জোন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ডেড জোনের অবস্থান বাল্টিক সাগর এবং মেক্সিকো উপসাগরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.