গর্ভনিরোধক হিসাবে কন্ডোমের ব্যবহার কেন এতটা জনপ্রিয়


ODD বাংলা ডেস্ক: 
জন্মনিয়ন্ত্রণে কন্ডোমের ব্যবহার বেশ জনপ্রিয়।এবং সকলের কাছে পরিচিত। নানা কারণে এটির মাধ্যমে জন্মনিয়ন্ত্রণের সফলতার হার তুলনামূলক কম হলেও এটি জনপ্রিয় পদ্ধতি।

বিশেষজ্ঞরা বলেন, কন্ডোম খুব সহজে পাওয়া যায়। তুলনামূলক দাম কম। এটি নষ্ট করা বা ডিসপজেবল সুবিধাজনক। এটি ব্যবহারে তেমন কোনো বিধির প্রয়োজন নেই। সামান্য কিছু কৌশল শিখলেই অনায়াসে ব্যবহার করা যায়।

বেরিয়ার পদ্ধতি হিসেবে কনডম ব্যবহারে জন্মনিয়ন্ত্রণে সফলতার হার অন্যান্য পদ্ধতিরে চেয়ে কম হলেও এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। এটিতে জন্মনিয়ন্ত্রণ ছাড়াও অনেকগুলো যৌন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।

যৌনবাহিত রোগ সেক্সুয়ালি ট্রান্সমিটিভ ডিজিজের মধ্যে পেলভিক ইনফ্লামাটরি অন্যতম। পুরুষ থেকে এই রোগ নারী দেহে ছড়িয়ে তাদের ইন্টারনাল সংক্রমণ হয়। অথচ পুরুষ সঙ্গী কনডম ব্যবহার করলে নারীরা অনায়াসে রোগটি থেকে সুরক্ষিত থাকতে পারেন।

আবার সালভাইক্যাল বা জরায়ু ক্যান্সারেও অনেক মহিলার মৃত্যু হয়। নারীদের জরায়ু ক্যান্সারে আক্রান্তের হার অনেক বেশি। পুরুষ সঙ্গী  কন্ডোমে অভ্যস্ত হলে এ ধরনের দম্পতি সংক্রমণ থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.