হাসি মুখে দাঁড়িয়ে মমতা বন্দোপাধ্যায়, ছবি তুলে দিলেন দিলীপ ঘোষ
ODD বাংলা ডেস্ক: নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হল রাজ্য সরকারের আন্তর্জাতিক শিল্প সম্মেলন৷ তার আগে এ দিনই সকালে নিউটাউনের প্রস্তাবিত সিলিকন ভ্যালির জন্য চিহ্নিত জমি ঘুরে দেখলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ সিলিকন ভ্যালির ফাঁকা জমির ছবিও তুললেন বিজেপি নেতা৷ ছবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বিশালাকার হোর্ডিংয়েরও৷
দিলীপ বাবুর কটাক্ষ, জাঁকজমক করে নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন হচ্ছে৷ অথচ রাজ্য সরকার যে সিলিকন ভ্যালি নিয়ে এত প্রচার করেছে, সেখানে এখনও কোনও কাজই শুরু হয়নি৷ তাঁর কথায়, 'আজ বেঙ্গল সাবমিট শুরু হচ্ছে৷ তাই আমার মনে হল সিলিকন ভ্যালি একবার ঘুরে দেখা উচিত৷ দু'- তিন বছর আগে এখানে চারিদিকে হোডিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল৷ এখনও দু'-একটি মুখ্যমন্ত্রীর হোর্ডিং আছে, আর সবগুলি উধাও হয়ে গিয়েছে। হোগলার জঙ্গলে গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে, এক কোদাল মাটি ও কাটা হয়নি৷'
তাঁর আরও কটাক্ষ, 'পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে বছরের পর বছর৷ টাকার শ্রাদ্ধ করে শিল্প সম্মেলন করে লাভ কী হয়েছে? কত টাকা খরচ হয়েছে? বাংলার মানুষকে তা জানানো উচিত৷ এই নাটক বন্ধ হওয়া দরকার৷ এই সরকারের মুখ্যমন্ত্রীর বিশ্বাস যোগ্যতা নেই আর তার রাজ্যে কেউ শিল্প করবে?'
Post a Comment