‘সরি’ বলার বিজ্ঞানসম্মত উপায়টি কি জানেন?

ODD বাংলা ডেস্ক: অন্যায় করলেই সরি শব্দটি ব্যবহার করা হয় তা সবারই জানা। কিন্তু সবসময় যাকে সরি বলা হবে সে যে মেনে নিবে তা কিন্তু নয়। প্রিয়জনদের মান ভাঙানো বেশ কঠিন ব্যাপার। তাই একটু কৌশলী হলে ঠিকই প্রিয়জনের মান ভাঙবে। সবচেয়ে সম্ভাবনাময় উপায়ে বিজ্ঞান শেখাচ্ছে কারো কাছে দুঃখ প্রকাশ বা সরি বলার উপায়।

গবেষণায় বলেন, দুঃখ প্রকাশের মাধ্যমে সত্যিকার অর্থেই সফল হতে পারেন। কিন্তু এর জন্যে সর্বোৎকৃষ্ট উপায়ে ক্ষমা চাইতে হবে। এর মাধ্যমে ৫ ধরনের মৌলিক বিষয়ে নাড়া দিতে হবে।

গবেষকরা ৭৫৫ জন মানুষের ওপর গবেষণা চালান। কেউ ক্ষমা চাইলে তারা প্রতিক্রিয়াও জানান। যে সরি বা দুঃখ প্রকাশের মাঝে ৬টি বিষয় স্পষ্ট হয়, তাকে যে কেউ ক্ষমা করতে প্রস্তুত থাকেন। অনুতাপের প্রকাশ, যা ভুল হয়েছিল তা ব্যাখ্যা করা, দায়িত্বশীলতা বোঝা, এমন ভুল আর না হওয়ার অঙ্গীকার, সম্পর্ক আগের মতো করে ফেলার চেষ্টা এবং ক্ষমা করে দেওয়ার অনুনয়- এই ৬টি মৌলিক বিষয় থাকতে হবে।

তবে এই ৬টি বিষয় প্রকাশের মাধ্যমে ক্ষমা প্রার্থনা সর্বোৎকৃষ্ট হলেও সবগুলো সমান গুরুত্বপূর্ণ নয়। এদের মধ্যে নিজের দায়িত্বশীলতা বোঝাটাকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছেন গবেষকরা। উভয় গবেষণায় শেষের উপাদান অর্থাৎ ক্ষমা চাওয়ার বিষয়টি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন গবেষকরা। তাছাড়া দুঃখ প্রকাশের সময় চোখে চোখ রাখা এবং আন্তরিকতার সঙ্গে বক্তব্য দেওয়ার মাধ্যমে ক্ষমাপ্রার্থী সফল হতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.