''আমি এখনও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি''
ODD বাংলা ডেস্ক: গুজব রটেছে যে, তিনি নাকি দেশের রাষ্ট্রপতি হবেন। কিন্তু তিনি চান রাজ্যের মুখ্যমন্ত্রী, বা দেশের প্রধানমন্ত্রী হতে। কারণআরামের জীবন তাঁর পছন্দ নয়, তিনি চান সংগ্রামের জীবন। বৃহস্পতিবার এমনটাই জানালেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী (Mayawati)।
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) জবাব দিতেই আসলে একথা বলেছেন মায়াবতী। বুধবার এক অনুষ্ঠানে মায়াবতীর বিরুদ্ধে গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট হস্তান্তরিত করার অভিযোগ তুলেছিলেন অখিলেশ। সেই সঙ্গে তিনি বলেন, বিজেপি (BJP) মায়াবতীকে দেশের রাষ্ট্রপতি করে কি না সেটাই এখন দেখার। তাঁর দাবি ছিল, দলিত নেত্রীকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ দেওয়ার শর্তেই নির্বাচনের সময় তাঁর দলের সঙ্গে ‘চুক্তি’ হয়েছিল গেরুয়া শিবিরের। অখিলেশের এই দাবির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন মায়াবতী।
তাঁর কথায়, ”উত্তরপ্রদেশে (Uttar Pradesh) নিজেদের ক্ষমতা দখলের রাস্তা পরিষ্কার করতে আমাকে রাষ্ট্রপতি বানানোর স্বপ্ন দেখা বন্ধ করুক সমাজবাদী পার্টি। আমি কখনওই রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখি না। কেননা আমি আরামের নয়, সংগ্রামের জীবন চাই। আমি আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি। এবং ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রীও হতে চাই।”
Post a Comment