তাপপ্রবাহের জের! এবার রাজ্যে মর্নিং স্কুলের ওপর জোর

ODD বাংলা ডেস্ক: গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ এবং তাপপ্রবাহের পরিস্থিতির তৈরি হওয়ার জেরে প্রয়োজনে সরকারি স্কুলের সময় বদলের পরামর্শ দিল স্কুল শিক্ষা দফতর৷ প্রাথমিক বিভাগ তো বটেই, প্রয়োজনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির সময় এগিয়ে সকালের দিকে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে স্কুলগুলিকে৷ এ দিনই এই নির্দেশিকা জারি করা হয়েছে৷

প্রাথমিক স্কুলগুলির জেলা পরিদর্শকদের নির্দেশে বলা হয়েছে, যে এলাকাগুলিতে প্রয়োজন, সেখানে প্রাথমিক এবং এসএসকে স্কুলগুলির পঠনপাঠন সকাল থেকে শুরু হোক৷ যদি সময় পরিবর্তন সম্ভব না হয়, সেক্ষেত্রে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে৷

গরমে পড়ুয়াদের শারীরিক কোনও সমস্যা হলে যাতে সামাল দেওয়া যায় এবং তারা যাতে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পরামর্শ নিতেও বলা হয়েছে নির্দেশিকায়৷ পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির জেলা পরিদর্শকদেরও একই পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েেছ৷ তবে পঠনপাঠনের সঙ্গে কোনও আপোস না করেই যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে৷ স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকারের তরফে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.