গলায় ডার্ক প্যাচ? মুক্তি পেতে অবিলম্বে মেনে চলুন এইসব টোটকা


ODD বাংলা ডেস্ক:
গরমকালে বাড়ি থেকে বের হলেই শরীরের বিভিন্ন অংশে পড়ে যায় ট্যান। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেইসব  অংশ, যা উন্মুক্ত থাকে। বিশেষত আমাদের হাত এবং ঘাড়ের কিছু অংশ সূর্যালোকে ক্ষতিগ্রস্ত হয় সব থেকে বেশি। গরমকালে বাড়ি থেকে বের হলেই আমরা অনেকেই মুখে সানস্ক্রিন ব্যবহার করে থাকি। তবে ঘাড় বা গলা আমাদের অনেকটাই কালো হয়ে যায়শরীরের অন্য অংশের তুলনায়। তবে অনেকের অন্যান্য শারীরিক সমস্যা থাকলেও এমনটা হতে পারে।কিন্তু যদি ট্যান পড়ে থাকে, তাহলে কী করবেন, জানুন-

পাতি লেবুর রস দিয়ে ব্লিচিং: আপনার রান্না ঘরে যে লেবুটি থাকে, তাতে কিন্তু ব্লিচিং ক্ষমতা প্রবল থাকে। প্রতিটি লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড যা প্রাকৃতিক ব্লিচিং এর সাহায্য করে থাকে। তাই পাতি লেবু দিয়ে খুব সহজে কাল ত্বককে উজ্জ্বল করা যায়। আপনার রান্না ঘরে যে লেবুটি রয়েছে, সেই লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন একটু গোলাপজল। রাতে শোবার আগে এই মিশ্রণটি গলা এবং ঘাড়ে মেখে নিন। সকালে উঠে ভালো করে ধুয়ে ফেলুন। পরিবর্তন নিজেই বুঝতে পারবেন।
 
ওটস ব্যবহার করা: শুধুমাত্র খাবার জন্য এর উপকারিতা সীমাবদ্ধ নয়। ওটস ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল হতে পারে। স্ক্রাবার টি বানানোর জন্য টমেটো নির্যাস, জল, যে কোন ক্রিম এবং ওটস এক জায়গায় মিশিয়ে নিতে হবে। এরপর সেটি গলা এবং ঘাড়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়ে ধুয়ে ফেলুন। টমেটোর নির্যাস প্রাকৃতিক ভাবে আপনার ত্বককে নির্মল করে তুলবে।
  
অ্যালোভেরা: ত্বক এর সব থেকে ভালো বন্ধু হলো অ্যালোভেরা। এলোভেরাতে যে যে উপাদান থাকে তা আপনার ত্বককে সবথেকে সুন্দর করে রাখে। সরাসরি গাছ থেকে এই পাতার নির্যাস গলার কালো জায়গাগুলিতে মাখিয়ে নিন। মিনিট কুড়ি পরে ধুয়ে ফেলুন। সঙ্গে সঙ্গে পার্থক্য বুঝতে পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.