টুইটারের পর এবার কী কিনতে চান ইলন মাস্ক


ODD বাংলা ডেস্ক: কয়েকদিন আগেই ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ট্যুইটার (Twitter) কিনেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। এবার তাঁর পরবর্তী লক্ষ্য বিশ্বের অন্যতম জনপ্রিয় ঠান্ডা পানীয় সংস্থা কোকাকোলা (Coca-Cola)। ট্যুইট করে সে কথা জানিয়ে দিয়েছেন তিনি।

ট্যুইট করে কোকাকোলা কেনার ইচ্ছার কথা জানানোর পরেই অন্য একটি ট্য়ুইট করে ইলন মাস্ক জানান, ‘এবার আমি ম্যাকডোনাল্ডস কিনব আর সব আইসক্রিম মেশিন ঠিক করে দেব।’ এরপর তিনি লিখেছেন, ‘আমি অলৌকিক কিছু করতে পারি না।’

প্রসঙ্গত, প্রাথমিকভাবে কোকাকোলা তৈরি হত কোকা পাতা ও কোলা নাটস দিয়ে। এর মধ্যে কোলা নাটস থেকে পাওয়া যায় ক্যাফিন এবং কোকা পাতা দিয়ে তৈরি হয় কোকেন। সে কথা উল্লেথ করেই এলন মাস্ক ট্যুইট করে জানিয়েছেন, তিনি কোকেন ফিরিয়ে আনতে চান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.