সুখবর! এবার আপনার বাড়ির দরজায় ওষুধ ডেলিভারি করবে Flipkart

ODD বাংলা ডেস্ক: যেসব বয়স্ক মানুষরা বাড়িতে একা থাকেন তাঁদের বিরাট সুবিধা করে দিল Flipkart। কারণ এবার ফ্লিপকার্ট-এর হাত ধরেই আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে ওষুধ। এই জনপ্রিয় ই-কমার্স সংস্থাটি Flipkart Health+ (ফ্লিপকার্ট হেল্থ+) নামক একটি ডিজিটাল হেল্থকেয়ার মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম চালু করার কথা ঘোষণা করে। যার ফলে এবার থেকে গৃহস্থালির সামগ্রী, বিভিন্ন ইলেক্ট্রনিকস প্রোডাক্টসহ অন্যান্য নানাবিধ জিনিসের পাশাপাশি এরা এখন সাশ্রয়ী মূল্যে সারা দেশে লক্ষ লক্ষ গ্রাহককে আসল ও উন্নত গুণমানসম্পন্ন ওষুধ, বিভিন্ন হেল্থকেয়ার প্রোডাক্ট এবং পরিষেবা প্রদান করবে।

ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, নতুন হেল্থ+ অ্যাপের মাধ্যমে দেশের প্রায় ২০ হাজার পিন কোডে ওষুধ ডেলিভারি করা হবে। দুর্দান্ত ছাড়ে এবং সাধারণ দোকানের থেকে অত্যন্ত সস্তায় ক্রেতারা যে-কোনও ওষুধ এই অ্যাপ থেকে কিনতে পারবেন। উল্লেখ্য, সারা দেশে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের জন্য ফ্লিপকার্ট, Sastasundar.com হেল্থকেয়ার নেটওয়ার্কের সাথে অংশীদারিত্ব করেছে। করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই অনলাইনে প্রয়োজনীয় ওষুধ এবং যাবতীয় সামগ্রী কেনার প্রবণতা বেড়েছে। আর দেশের সব জায়গায় সকল মানুষের এই চাহিদা মেটাতে ফ্লিপকার্ট হেল্থ+ সক্ষম হবে বলেই মনে করছে সংস্থা।

প্রসঙ্গত, ফ্লিপকার্টের সঙ্গে ৫০০টিরও বেশি ইনডিপেন্ডেন্ট সেলর রয়েছে, যাদের সহায়তায় হেল্থ+ সার্ভিসের পথ চলা শুরু হবে। এছাড়াও, আরও বেশি সংখ্যক দোকানের সঙ্গে টাই-আপ করার পরিকল্পনা রয়েছে ফ্লিপকার্টের। এক্ষেত্রে যাবতীয় সরকারি প্রোটোকল মেনেই দোকানগুলি থেকে ওষুধ বিক্রি করা হবে এবং এইসব স্টোরগুলি থেকে ওষুধ সংগ্রহ করে ফ্লিপকার্ট তার নিজস্ব ডেলিভারি সংস্থার মাধ্যমে গ্রাহকদের ডোরস্টেপ ডেলিভারি করবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.