বাসর রাতে বউয়ের ছবিতে ‘হা হা’, তারপরই স্বামীর পরিণতি ভয়াবহ...
ODD বাংলা ডেস্ক: বিয়ের দিনেই সামান্য ভুলে ঘর ভেঙ্গে গেল এক যুবকের। বাবা-মায়ের পছন্দে বিয়ের পিড়িতে বসেছিলো, বিয়েও ঠিকঠাক হয়েছে। এর পরেই সামান্য ভুলেই ঘটে আসল বিপত্তি।
বিয়ের অনুষ্ঠানের তোলা কিছু ছবি নববধূ তার ফেইসবুক একাউন্টে আপলোড করে, তাতে লাভ রিয়েক্ট দিতে গিয়ে ভুলে হা হা রিয়েক্ট দিয়ে বসে স্বামী। যতক্ষণে স্বামী নিজের এ ভুল বুঝতে পারে ততোক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে। নববধূ রেগে গিয়ে তালাক দেয়ার কথা বলেন।
পরিবারের সবাই এবং স্বামীপক্ষ হতভম্ব হয়ে যান। এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন, স্বামী নববধূর পায়ে পড়ে যান, বারবার ক্ষমা চান। তাতেও মেয়ের রাগ কমেনি। অবশেষে সবার সম্মতিতে সামান্য ভুলে বিয়ের দিনেই সংসার ভাঙ্গে হতভাগা যুবকের।
যুবকের সঙ্গে যোগাযোগ করলে, যুবকের ফোন বন্ধ পাওয়া যায়।
Post a Comment