চুল কাটার সময় যে ভুলগুলোর কারণে আপনাকে বয়স্ক দেখায়

 


ODD বাংলা ডেস্ক: গরমে ত্বকের সঙ্গে সঙ্গে চুলের নানা রকম সমস্যা নিয়েও কমবেশি সবাই নাজেহাল! গরমে খোলা চুলে বেরোনো মানেই চুলের বারোটা বাজা অবধারিত। এ সময়ে খুব বেশি কায়দা না করে উঁচু করে খোঁপা বেঁধে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন নারীরা। অনেকেই আবার গরমকালে চুল একেবারে ছোট করে কেটে ফেলতে ভালোবাসেন।

তবে জানেন কি বয়েসের ছাপ ঠেকিয়ে রাখতে চুল কাটার ধরনের উপরেও নজর দিতে হয়? তাই চুলের ফ্যাশনে কোন ভুলগুলো করলে আপনার বয়স বেশি লাগতে পারে, চলুন তা জেনে নেয়া যাক- 


>> চুল খুব ছোট করে কেটে ফেলার আগে ভালো করে জেনে নিন সেই ‘হেয়ার কাট’ আপনার মুখের গড়নের সঙ্গে মানানসই কি না! আপনার মুখের গড়ন যদি চওড়া হয়, তাহলে ছোট করে চুল কাটলে আপনাকে বয়স্ক দেখাতে পারে। সেক্ষেত্রে চুলের সামনের দিকটি খানিকটা ছোট করে কাটতে পারেন। পুরো চুল ছোট করে না কাটাই ভালো।


>> আপনার কি লম্বা চুল? তাহলে ‘লেয়ার কাট’ করিয়ে নিলে মন্দ হয় না! এভাবে কাটলে চুলের ঘনত্ব বেশি মনে হয়। লেয়ার করা চুল খোলা রাখলে চুলের উপরেই নজর বেশি পড়ে। দেখতেও ভালো লাগে।


>> চুলে বিভিন্ন রং করতে ভালোবাসেন? তবে কোন রং আপনার মুখের সঙ্গে ভালো যাবে জানা আছে কি? চুল গাঢ় রং না করাই ভালো। এতে আপনার ত্বকের বলিরেখার উপর নজর বেশি চলে যায়। বয়েসের ছাপ ঠেকিয়ে রাখতে চুলে হালকা রং করাই শ্রেয়।


>> মাঝেমধ্যেই চুল কাটার কায়দায় বদল আনুন। একই ধরনের চুল কাটলে আপনার চেহারায় একঘেয়েমি আসবে। কখনো বড় চুল কখনো আবার কাধ পর্যন্ত— চুল কাটার সময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে থাকুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.