কোভিড XE নিয়ে বাড়ছে আতঙ্ক! হাইব্রিড করোনার লক্ষণগুলি কী কী, জানুন
প্রথমে মূলত ডেল্টা এবং ওমিক্রনের যুগ্ম সংক্রমণকেই Hybrid Covid বলা হচ্ছিল। কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন, সব মিলিয়ে প্রায় ৩ ধরনের হাইব্রিড কোভিড রয়েছে- XD,XF এবং XE।
XD: ডেল্টা এবং ওমিক্রন BA.1-এর যুগ্ম সংক্রমণটিকে এই হাইব্রিড কোভিড বলা হচ্ছে। এটি মারাত্মক হারে বাড়ছে।
XF: ইংল্যান্ডের ডেল্টা রূপ এবং ওমিক্রন BA.1-এর যুগ্ম সংক্রমণটিকে এই গোত্রের হাইব্রিড কোভিডের মধ্যে ফেলে হয়েছে।
XE: এই হাইব্রিড কোভিডের সংক্রমণও ইংল্যান্ডেই ব্যাপক হারে বেড়েছে। এটি ওমিক্রন BA.1 এবং BA.2-এর যুগ্ম সংক্রমণের ফলে তৈরি হয়েছে। এটা নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, ইংল্যান্ডে ১৯ জানুয়ারি প্রথম এই জাতীয় জোড়া কোভিডের সংক্রমণ ধরা পড়ে। তার পর থেকে এই কোভিড মারাত্মক আকার নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই কোভিডের সংক্রমণের হার মারাত্মক বেশি।
XE-র ১০টি উপসর্গের কথা বলা হয়েছে, এগুলি হল-
- জ্বর
- গলাব্যথা
- গলা খুসখুস
- সর্দি এবং কাশি
- ত্বক চুলকানো
- ত্বকের রং বদলে যাওয়া
- পেটের গণ্ডগোল
- স্নায়ুর সমস্যা
- গা-হাত-পায়ে ব্যথা
- চোখ জ্বালা
এই ধরনের উপসর্গগুলির দিকে নজর রাখতে। এমন কোনও উপসর্গ দেখা গেলেই দ্রুত চিকিৎসকরে পরামর্শ নিতে হবে।
Post a Comment