বিয়ের আসরে রণবীরের জুতো চুরি, আলিয়ার বান্ধবীরা পেলো ১২ লাখ!


ODD বাংলা ডেস্ক: অতীতে সব বন্ধুর বিয়েতেই ‘ব্রাইডস মেড’ হয়েছেন আলিয়া ভাট। অতঃপর সেই বন্ধুদের হাতে এলো মোক্ষম সময়। ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার স্টাইলে রণবীরের জুতো চুরির কাণ্ড ঘটেছে। আর কাজটি সচেতনভাবে করেছে আলিয়ার বন্ধুরা। 

বিয়ের আসরে সেই চুরি যাওয়া জুতো ফেরাতে রণবীর যত টাকা ঘুষ দিলেন শ্যালিকাদের, তাতেই চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। আলিয়ার বান্ধবীরা জুতোর বিপরীতে রণবীরের কাছে দাবি করেছেন ১১ কোটি টাকা! দরদাম করতে করতে রণবীর তা নামিয়ে এনেছেন ১২ লাখে! তাই নয়, চিরকুটে লিখে জবানিও দিয়েছেন যে ‘আমি আলিয়া ভাটের স্বামী রণবীর কাপুর, আলিয়ার বান্ধবীদের ১২ লাখ টাকা দিলাম।’ সেই চিরকুট ধরেই বরবেশে আলিয়ার বান্ধবীদের সঙ্গে ছবিও তুলেছেন কাপুর-তনয় রণবীর।

প্রসঙ্গত, রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ১ সপ্তাহ পরেও শোরগোলের অন্ত নেই। গত বৃহস্পতিবার-ই তারকা দম্পতির ব্যক্তিগত বাংলো ‘বাস্তু’র একচিলতে বারান্দায় চার হাত এক হয়েছে পাঞ্জাবি রীতিতে। সাক্ষী বলতে, গোটা কাপুর পরিবার ও বন্ধু আয়ন মুখোপাধ্যায়, করণ জোহররা। সেই ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উল্লাস। 

এদিকে বিয়ের পরই ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমার শুটিংয়ের জন্য জয়পুর উড়ে গিয়েছেন আলিয়া ভাট। কাজে ফিরেছেন রণবীর কাপুরও। বিয়ে-রিসেপশন সেরে মধুচন্দ্রিমারও ফুরসৎ নেই তারকাজুটির!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.